“মনে হচ্ছিল, পরের সিনেমায় যদি আমি ভালো কাজ না করি তাহলে সবকিছুই বৃথা যাবে।“
Published : 31 Oct 2024, 08:15 PM
‘ভুল ভুলাইয়া’ সিনেমার সাফল্য বিদ্যা বালানকে আত্মবিশ্বাসী করার বদলে ‘ভয় পাইয়ে’ দিয়েছিল বলে জানিয়েছিলেন এই বলিউডি অভিনেত্রী।
তিনি মনে করেছিলেন যদি সিক্যুয়েলে প্রথমটির মত দারুণ কিছু তিনি করতে না পারেন, তাহলে সেটি সবাইকে হতাশ করবে।
আর ওই ভয় থেকেই ‘ভুল ভুলাইয়া ২’ এ ছিলেন না বিদ্যা।
হিন্দুস্তান টাইমস লিখেছে, মঞ্জুলিকার অভিনয় এবং ‘আমি যে তোমার গান’টির জন্য ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুল ভুলাইয়া’ ও বিদ্যার নাম উচ্চারিত হয় একসঙ্গে। প্রথম সিনেমার পরিচালক ছিলেন প্রিয়দর্শন। ‘ভুল ভুলাইয়া’ মূলত ১৯৯৩ সালের মালায়ালাম চলচ্চিত্র ‘মনিচিত্রথাঝু’র রিমেক।
অক্ষয় কুমার ও বিদ্যা অভিনীত ‘ভুল ভুলাইয়া’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে কুড়িয়েছিল অকুণ্ঠ প্রশংসা। বিশেষ করে বিদ্যার ধ্রুপদী নাচ এবং কোনো কোনো সংলাপে ঝরঝরে বাংলা বচন তাকে আলাদা করে তুলেছিল বলে ভাষ্য সিনেমা সমালোচকদের।
এছাড়া ‘ভুল ভুলাইয়া ২’র পরিচালক আনিস বাজমি বহুবার বলেছেন, মঞ্জুলিকা চরিত্রে বিদ্যার অভিনয়ই হল প্রথমটি কিস্তার তুরুপের তাস।
এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, “'ভুল ভুলাইয়া' আমাকে অনেক কিছু দিয়েছে। আমার মনে হচ্ছিল, পরের সিনেমায় যদি আমি ভালো কাজ না করি তাহলে সবকিছুই বৃথা যাবে। তাই আমি পরিচালককে বলেছিলাম আমি এই ঝুঁকি নিতে পারি না। আসলে মনের ভয় থেকে বাজমিকে প্রস্তাব ফিরিয়ে দেই।"
প্রথম কিস্তি মুক্তির পর দীর্ঘ বিরতি নিয়ে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানিদের নিয়ে আনিস বাজমির হাত ধরে ‘ভুলভুলাইয়া ২’ আসে ২০২২ সালে। তবে দ্বিতীয় সিনেমা কোনো রিমেক কাজ ছিল না। কেবল মঞ্জুলিকার গল্প ছাড়া প্রথম কিস্তির তেমন কোনো রেশও দেখা যায়নি দ্বিতীয়টিতে। বিদ্যার বদলে সেখানে অভিনয় করেছিলেন টাবু।
তবে তৃতীয় কিস্তিতে ভক্তদের হতাশ না করে মঞ্জুলিকা হয়ে ফিরেছেন বিদ্যা। এরি মধ্যে সিনেমার ট্রেইলার এবং ‘আমি যে তোমার ৩.০’ গানে এই অভিনেত্রীর দেখা মিলেছে। ওই গানের বিদ্যার সঙ্গে আছেন মাধুরী দীক্ষিত।
আমাল মালিকের সঙ্গীতায়োজনে এবারো গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। রাজপ্রাসাদের সেট সাজিয়ে করা হয়েছে শুটিং। রাজদরবারে নর্তকী হিসেবে দেখা যাচ্ছে বিদ্যা ও মাধুরীকে।
বিদ্যা বলেন, "আমার হাতে যখন এবারের চিত্রনাট্য নিয়ে আসে, আমি না করতে পরিনি। চিত্রনাট্য আমার খুব ভালো লেগেছে। বাজমি ভাইয়ের সঙ্গে করার জন্যও অবশ্য মরিয়া হয়ে উঠেছিলাম। “
‘ভুল ভুলাইয়া ২’ পছন্দ হয়েছে বলেও তৃতীয় সিক্যুয়েলে কাজ করার সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে বলে জানিয়েছেন বিদ্যা।
'ভুল ভুলাইয়া ৩'র অভিজ্ঞতা বর্ণনা করে বিদ্যা বলেছেন, তার বিশেষ পাওয়া হল মাধুরী দীক্ষিতের সঙ্গ।
“অনেক সাহস জমা করে কাজটি করেছি, খুব ভালো সময় কেটেছে উনার সঙ্গে। এছাড়া পরিচালক আনিস বাজমি হলেন বিনোদনের সম্রাট। তার সাথে কাজ করার সুযোগ আরবার পেলাম, এটাও বিরাট বড় পাওয়া।"
নভেম্বরের ১ তারিখ মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ৩’;পরিচালনা করেছেন আনিস বাজমি এবং সহ-প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার এবং মুরাদ খেতানি।
বিদ্যা ও মাধুরী ছাড়াও দ্বিতীয় পর্বে ‘রুহ বাবার’ চরিত্রে অভিনয় করা কার্তিক আরিয়ানও রয়েছেন নতুন পর্বে। আরও অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, বিজয় রাজ, সঞ্জয় মিশ্র, অশ্বিনী কালসেকর, রাজেশ শর্মা, মণীশ ওয়াধওয়া, রোজ সারদানা, কাঞ্চন মল্লিক সহ অনেকে।