চঞ্চল চৌধুরী লিখেছেন, "আমি নিরাপদে আছি, ওগুলো মিথ্যা খবর।"
Published : 14 Dec 2024, 11:53 AM
অভিনেতা চঞ্চল চৌধুরীকে ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে এমন দাবি করে সংবাদ প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক সাংবাদমাধ্যম। তবে অভিনেতা জানিয়েছেন, এইসব সংবাদ একেবারেই ‘ভিত্তিহীন ও মিথ্যা’।
কলকাতার সংবাদ প্রতিদিন, হিন্দুস্থান টাইমস, নিউজ ১৮, টিভি ৯, এই সময়, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাসহ একাধিক সংবাদমাধ্যমে চঞ্চলের ‘গৃহবন্দি’র খবর প্রকাশ করা হয়।
আনন্দবাজার লিখেছে, সেসব খবরে বলা হয়েছিল “বড় পর্দার ‘মৃণাল সেন’ (চঞ্চল চৌধুরী) নিউ ইয়র্ক যাচ্ছিলেন। তার সফর বাতিল করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেদিন বিমান থেকে নামিয়ে চঞ্চলকে বাড়িদতে ফেরত পাঠান হয়। এরপর থেকে ঢাকায় নিজের বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে অভিনেতা চঞ্চলকে।”
এই খবরের সত্যতা জানতে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার অনলাইনকে চঞ্চলের সঙ্গে যোগাযোগ করে।
আনন্দবাজারকে চঞ্চল বলেন, “আমি নিরাপদে আছি, ওগুলো মিথ্যা খবর।”
গত ১৫ অগাস্ট কলকাতায় মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ সিনেমা। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি চঞ্চলকে পর্দায় হাজির করছেন প্রখ্যাত নির্মাতা মৃণাল সেন রূপে।
সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতন হলে, ঢাকায় ‘পদাতিক’র মুক্তি আটকে যায়।
গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের 'তুফান' সিনেমা। সেখানে পুলিশের গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।