সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে ছেলের ছবি দিয়েছেন গৌরব চক্রবর্তী।
Published : 22 Oct 2023, 11:40 AM
‘ফেলুদা’ খ্যাত কলকাতার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ঠাকুরদা হয়েছেন একমাস আগে। সে সময় নাতির ছবি না দিয়ে ঠাকুরদা হওয়ার আনন্দে নিজের কেক কাটার ছবি দিয়েছিলেন সব্যসাচী। এবার চক্রবর্তী পরিবারের নবীন সদস্য ধীর চক্রবর্তীর ছবি এসেছে সোশাল মিডিয়ায়।
আনন্দবাজার জানিয়েছে, দুর্গাপূজার সপ্তমীর দিনে সোশাল মিডিয়ায় আসা ছবিতে দেখা গেছে, এক মাস বয়সী ধীরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তার বাবা অভিনেতা গৌরব চক্রবর্তী এবং মা ঋদ্ধিমা ঘোষ। তবে ছবিতে ধীরের মুখ দেখা যাচ্ছে না।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে গৌরব লিখেছেন, “আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব আনন্দে এই পূজা কাটান।”
গৌরব-ঋদ্ধিমার সহকর্মী থেকে শুরু করে অনেক ভক্ত অনুরাগী একরাশ শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী রাইমা সেন ও অনিন্দিতা বসু ছবিতে ভালোবাসার ইমোজি দিয়েছেন।
গত ১৬ সেপ্টম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ছেলে হয় গৌরব-ঋদ্ধিমার। এরপর থেকে সোশাল মিডিয়ায় অনেকেই ছেলের ছবি দেওয়ার অনুরোধ রেখেছিলেন।
শরদিন্দু বন্দোপাধ্যায়ের ব্যোমকেশ নিয়ে কয়েকটি সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধিমা। সন্তানসম্ভবা হওয়ার পর থেকে বিশ্রামে ছিলেন তিনি। আর কিছু দিন আগেই মুক্তি পেয়েছে গৌরবের নতুন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’।