অভিনয় শিল্পীদের যে ছবি সৃজিত সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন, তা দেখে রীতিমত থমকে যেতে হয়। কে নেই এ সিনেমায়!
Published : 16 May 2024, 04:59 PM
হাতে আছে ‘পদাতিক’, ‘টেক্কা’, তবুও কাজের বিরাম নেই কলকাতার সিনেমা নির্মাতা সৃজিত মুখার্জির। কেবল নতুন সিনেমার নাম নয়, পাত্রপাত্রীদের গ্রুপ ছবি দিয়ে চমকে দিয়েছেন এই পরিচালক।
সংবাদ প্রতিদিন লিখেছে, সিনেমার নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। সৃজিত তার ‘বাইশে শ্রাবণ’ সিনেমায় রূপম ইসলামের গাওয়া গানের একটি কলি থেকে সিনেমার নামকরণ করেছেন।
অভিনয় শিল্পীদের যে ছবি সৃজিত সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন, তা দেখে থমকে যেতে হয়। কে নেই এ সিনেমায়!
আছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সঙ্গে অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায় এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মত অভিনেতারা। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে সৃজিতের ‘অতি উত্তম’। সেই সিনেমায় উত্তমের চরিত্রে অন্য কেউ নয়, মহানায়ক নিজেই অভিনয় করেছেন। অর্থাৎ, উত্তমের চরিত্রটি, উত্তম অভিনীত নানা চরিত্রের ভিডিও দিয়ে নির্মাণ করা হয়েছে।
কিছুদিন পর মুক্তি পাবে প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে তৈরি সৃজিতের ‘পদাতিক’। সেখানে মৃণাল হয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘পদাতিক’ এর টিজারও মুক্তি পেয়েছে।
এছাড়া সাহেব-বিবি-গোলামদের নিয়েও সৃজিত মেতে উঠেছেন। তার ‘টেক্কা’ নামের সিনেমায় কাজ করছেন কলকাতার নায়ক দীপক অধিকারী দেব, টোটা রায় চৌধুরী এবং বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়।
এ সিনেমায় দেবের নায়িকা হয়েছেন রুক্মিণী মৈত্র, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি।