সুচিত্রা সেন ভরতের সঙ্গে মুনমুনের বিয়ে দেন ১৯৭৮ সালে।
Published : 19 Nov 2024, 07:06 PM
ভারতীয় অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা মারা গেছেন।
আনন্দবাজার লিখেছে, মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বালিগঞ্জের বাড়িতে মারা গেছেন কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের জামাতা।
তার বয়স হয়েছিল ৮৩ বছর।
স্বামীর মৃত্যুর খবর পেয়ে মুনমুন ও তার মেয়ে অভিনেত্রী রাইমা সেন দিল্লি থেকে কলকাতায় আসেন।
সকালে ভারত দেববর্মা অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকুরিয়া হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসার আগে বাড়িতেই মারা যান তিনি। ওই সময় সেখানে ছিল মুনমুন ও ভরতের ছোট মেয়ে অভিনেত্রী রিয়া সেন।
ভরতের মৃত্যুর খবরে বালিগঞ্জের বাড়িতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “অমায়িক মানুষ ছিলেন তিনি। পারিবারিক সম্পর্ক ছিল আমাদের। বড় ক্ষতি হল। এমন কিছু বয়স তো হয়নি। আমি ব্যক্তিগতভাবে একজন শুভাকাঙ্খী, আমার একজন আত্মীয়কে হারালাম।
পরে এক্স হ্যান্ডেলে একটি শোকবার্তা দিয়েছেন মমতা।
সুচিত্রা সেন ভরতের সঙ্গে মুনমুনের বিয়ে দেন ১৯৭৮ সালে।ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী।