রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত খণ্ডখণ্ডভাবে এই গণপরিবেশনা অনুষ্ঠিত হবে।
Published : 14 Nov 2024, 09:37 PM
ছাত্র-জনতার গণআন্দোলনের স্মৃতি নিয়ে গণপরিবেশনা ‘লাল মজলুম’ আসছে রাজপথে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে শনিবার বিকাল ৪টায় ‘গণ-অর্থায়নের’ এই পরিবেশনা শুরু হবে। খণ্ডখণ্ডভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ ও চারুকলার সামনে দিয়ে গিয়ে শাহবাগে একটি গণঅধিবেশনের মাধ্যমে এটি শেষ হবে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির টিচার্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে পরিবেশনাটির নির্দেশক অধ্যাপক শাহমান মৈশান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতিসহ গণমানুষের নির্যাতন, সংগ্রাম ও গণ-অভ্যুত্থানের স্মৃতি পুনঃসৃজন করতে এই পরিবেশনার পরিকল্পনা করা হয়েছে। এটি গণঅর্থায়নে নির্মিত একটি রাজপথ গণপরিবেশনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মৈশান বলেন, “জনগণের রাজনৈতিক আত্মত্যাগের স্মৃতি ভুলে যাওয়ার বিরুদ্ধে এক অবিরত সংগ্রামের প্রযোজনীয়তাকে জনপরিসরে শিল্পরূপ দিতে 'লাল মজলুম' একটি প্রচেষ্টা হিসেবে গণ্য হতে পারে।
“অনেকাংশে 'লাল মজলুম' কোনো পূর্বনির্ধারিত নাট্যিক পরিবেশনা নয়। বরং স্থান-স্থাপত্য-চলমানতা ও দর্শকের সংযোগে পূর্ণ হবে 'লাল মজলুম'।”
এই পরিবেশনায় বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পী ও সংগঠকরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে ‘লাল মজলুম’ এর সহযোগী নির্দেশক রাগীব নাঈম, সাখাওয়াত ফাহাদ, আশরাফুল ইসলাম সায়ান, রহমান মফিজ, বিথী ঘোষ, বাকি বিল্লাহ ও কৌশিক আহমেদ উপস্থিত ছিলেন।