থাম্বস আপ পান করে ‘গুহামানব’ লুকে আমিরের নাচানাচি দেখে মূল ঘটনা বুঝতে আর বাকী থাকে না।
Published : 05 Feb 2025, 10:11 AM
মুম্বাইয়ের রাস্তায় কদিন আগে বড় চুল-দাড়িওয়ালা মুখের একজন গুহামানবকে চলাফেরা করতে দেখে প্রত্যক্ষদর্শীদের মধ্যে কৌতূহলের উদ্রেক হয়। পরে জানা গেছে, ওই ব্যক্তিটি হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।
ভারতের সংবাদমাধ্যম মিন্ট লিখেছে, কোমল পানীয় থাম্বস আপের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের জন্য গায়ে বস্তা জড়িয়ে, ভ্রু মোটা করে এঁকে, উষ্কখুষ্ক চুলের গুহামানবের বেশ নিয়েছেন আমির।
সেই বিজ্ঞাপনের প্রচারকাজে ওই মেকআপে রাস্তায় বেরিয়েছিলেন অভিনেতা। আর প্রচারে এই কৌশল বেছে নেওয়ার এই বুদ্ধিও আমিরই মাথা খাটিয়ে বের করেছেন।
আমিরের গুহামানব লুক দেখে অনেকে ভেবেছিলেন আমির বোধহয় ‘পিকে টু’ সিনেমার প্রচার করছেন। তবে বিজ্ঞাপনের ভিডিওতে থাম্বস আপ পান করে ‘গুহামানব’ লুকে আমিরের নাচানাচি দেখে মূল ঘটনা বুঝতে আর বাকী থাকে না।
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর পর্দায় ফেরেননি আমির। মাঝে ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করলেও অভিনয়ে নেই তিনি।
কদিন আগে আমির জানিয়েছেন, তার ‘সিতারে জামিন পার’ সিনেমা আসছে আগামী বড়দিনে। যেখানে মূল ভূমিকায় কাজ করেছেন তিনি।
সিনেমাটি আমিরের দারুণ সাড়া তোলা চলচ্চিত্র ‘তারে জামিন পারের’ সিক্যুয়েল।
বলিউডে বহুমাত্রিক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা ঊনষাট বছর বয়সী আমির কিছুদিন আগে বলেছেন তিনি তার কর্মজীবনের শেষ দশকে প্রবেশ করেছেন। তাই কিছুদিন আগে অভিনয়কে বিদায় জানাতে মন সায় দিলেও এখনকার সিদ্ধান্ত হল কাজের কোনো সীমা তিনি রাখতে চান না।
সেই পরিকল্পনা থেকে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই অভিনেতা এখন ৬টি সিনেমা নিয়ে কাজ করছেন বলে নিজেই জানিয়েছেন।
তবে এই ৬টি সিনেমার নাম, বা তিনি কোনটিতে অভিনয় করছেন আর কোনটি নির্মাণ করছেন সেটি প্রকাশ করেননি। ‘সিতারে জামিন পার’ ওই ছয়টি কাজের একটি কী না সেটিও জানাননি আমির।