অনুরাগের ভাষ্য, নতুনদের অভিনয়ের ওয়ার্কশপে নয়, পাঠানো হচ্ছে ব্যায়ামাগারে।
Published : 02 Jan 2025, 03:50 PM
ভারতের হিন্দি সিনেমার ময়দান বলিউড নিয়ে ত্যক্ত-বিরক্ত হয়ে এই ইন্ডাস্ট্রি ‘ছেড়ে দিচ্ছেন’ বলে বলে জানিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
সেখানে সন্তোষজনকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না, এমনই দাবি অনুরাগ কাশ্যপের।
অনুরাগের কথায়, এখনকার দুনিয়ায় সিনেমার মান উন্নত করার চাইতে বাণিজ্যিক দিকে বেশি মনোনিবেশ করা হয়।
বলিউড হাঙ্গামাকে অনুরাগ বলেন, “রিমেক বানানোর মানসিকতাতেই আমার সমস্যা। এছাড়া সিনেমার কাজ শুরুর আগে কীভাবে প্রচার করা হবে, লাভের অঙ্কের পরিমাণ কত হতে পারে ইত্যাদি স্থির করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমি হতাশ।“
যেখানে উদ্দীপনা আছে, তেমন কোনো জায়গায় কাজ করতে চান অনুরাগ। সেই বিবেচনা থেকে কাজের জন্য দক্ষিণকে বেছে নিয়েছেন তিনি।
‘কাস্টিং এজেন্সি’গুলো নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে নেতিবাচক প্রবণতা তৈরি করছে বলেও অভিযোগ করেছেন এই পরিচালক।
“ভালো অভিনেতা হওয়ার প্রচেষ্টা নয়, বরং রাতারাতি তারকা হওয়ার পিছনে ছুটছেন তারা। তাতে আখেরে কারও লাভ হচ্ছে না। সিনেমা ক্ষতিগ্রস্ত হচ্ছে।“
অনুরাগের ভাষ্য, নতুনদের যেখানে অভিনয়ের ওয়ার্কশপে পাঠানোর কথা, সেখানে পাঠানো হচ্ছে ব্যায়ামাগারে।
‘আদ্যপান্ত গ্ল্যামারকে প্রাধান্য দেওয়া হচ্ছে’ মন্তব্য করে অনুরাগ বলেন, “তাদের এমন মগজ ধোলাই করা হচ্ছে যে তারা অভিনয়ে দক্ষতা তৈরির চেয়ে প্রচারের আলোর দিকে বেশি আকৃষ্ট হচ্ছেন। নির্মাতাদের সঙ্গে অভিনেতাদের দূরত্ব তৈরি হচ্ছে এবং এর জন্য দায়ী এক মাত্র ‘কাস্টিং এজেন্সি’।“
নতুন প্রজন্মের প্রতি ক্ষোভ প্রকাশ করে অনুরাগ বলেছেন, এখনকার অভিনেতারা কেবলই ‘অর্থ উপার্জন করবেন’ বলে ইন্ডাস্টিতে আসছেন।