পুত্রবধূ ঐশ্বরিয়ার বার্ষিক আয় শ্বশুর অমিতাভের চেয়ে ১০ কোটি রুপি কম। আর ছেলে অভিষেক আয় করেন বাবার অর্ধেক।
Published : 12 Oct 2023, 08:27 AM
আশি পেরোনো যে তারকার সক্রিয় জীবনযাপন সবাইকে অনুপ্রেরণা জোগায়, তিনি অমিতাভ বচ্চন। বড় পর্দা থেকে ছোট পর্দা দু’জায়গাতেই চুটিয়ে কাজ করছেন এ মহাতারকা। এ বয়সে এসেও বাড়ির সবার চেয়ে বেশি রোজগার করেন তিনি।
বুধবার জীবনের ৮১ বছর পূর্ণ করলেন অমিতাভ। তার জন্মদিনে এক প্রতিবেদনে বলিউড লাইফ জানিয়েছে এই বয়সেও বার্ষিক কত টাকা আয় করেন অভিনেতা।
সিনেমা ও ছোট পর্দা মিলিয়ে তার মাসিক আয় ৫ কোটি রুপি। অর্থাৎ বছরে প্রায় ৬০ কোটি রুপি আয় করেন তিনি। সব মিলিয়ে মোট ৩৩৯০ কোটি রুপির সম্পত্তির মালিক তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় অভিনয় করার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন অমিতাভ। আগামীতে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার দ্বিতীয় ও তৃতীয় সিক্যুয়েলেও দেখা যাবে। এছাড়া ‘কল্কি ২৯৮৯’ সিনেমায় প্রভাস ও দীপিকার সঙ্গে অ্যাকশনে পাল্লা দেবেন তিনি।
তার স্ত্রী জয়া বচ্চনের রোজগার মাসে ৩৫ লাখ রুপি। ২০১৮ সালে নির্বাচন কমিশনে জয়া যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে দুজনের নামে হাজার কোটি রুপির সম্পত্তির হিসাব দেখানো হয়েছিল।
ছেলে অভিষেক বচ্চন সিনেমায় বাবার মতো সাফল্য না পেলেও বেশ কিছু নামী বিজ্ঞাপনের প্রচার মুখ তিনি। তার বার্ষিক আয় ২৪ কোটি রুপির কাছাকাছি।
অন্যদিকে অভিষেক পত্নী ঐশ্বরিয়া রাই বচ্চনের বার্ষিক আয় ৫০ কোটি রুপি৷ মোট সম্পত্তির পরিমাণ ৮২৩ কোটি রুপির বেশি।