ধর্মা প্রোডাকশনের পক্ষ্য থেকে ‘কাল হো না হো’ ছিল করণ জোহরের বাবা যশ জোহরের শেষ প্রযোজিত সিনেমা। আর তাই ছেলে করণেরও হৃদয়ের খুব কাছের সিনেমা এটি।
Published : 29 Nov 2023, 08:59 AM
শাহরুখ খান অভিনীত ‘কাল হো না হো’ সিনেমা মুক্তির দুই দশক পূরণে আবেগঘন পোস্ট দিলেন সিনেমার পরিচালক করণ জোহর।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা পেয়েছিল ‘কাল হো না হো’। ত্রিকোণ প্রেমের গল্পনির্ভর এ সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছিলেন সাইফ আলি খান ও প্রীতি জিনতা।
ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে ‘কাল হো না হো’ ছিল করণ জোহরের বাবা যশ জোহরের শেষ প্রযোজিত সিনেমা। আর তাই ছেলে করণেরও হৃদয়ের খুব কাছের সিনেমা এটি।
মঙ্গলবার সিনেমাটি দুই দশকে পা দিতেই ইন্স্টাগ্রামে একটি বিশেষ পোস্ট লিখলেন করণ।
করণের কথায়, “এই সিনেমা একটা ‘ইমোশনাল জার্নি’ আমার জন্য, হয়তো আমাদের সবার জন্যই। এমন একটা গল্প সঙ্গে এই দুর্দান্ত স্টার কাস্ট সবটা মিলিয়েই যেন সেরা। এই সিনেমার ক্যামেরার সামনে এবং পেছনে থাকা সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ, এমন একটা সিনেমা বানানোর জন্য, যা আজও সবার এত পছন্দের।
“ধর্মা পরিবারের অংশ হিসেবে আমার বাবার এটা শেষ সিনেমা ছিল। আমি আজও যতবার এই সিনেমাটা দেখি ততবার তাকে উপলব্ধ করতে পারি। ধন্যবাদ বাবা আমাদের পথ দেখানোর জন্য, যে গল্প বলা উচিত সেটা বলার জন্য। আমি তোমায় ভীষণ মিস করি।”
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০০৪ সালের ২৬ জুন প্রয়াত হন যশ জোহর।
২০০৩ সালে বিশ্বব্যাপী বক্স অফিসে ৮১.৯৫ কোটি রুপি ব্যবসা করে ‘কাল হো না হো’।