২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা পেয়েছিল 'কাল হো না হো'।
Published : 20 Nov 2023, 07:46 PM
শিগগিরি মুক্তির দুই দশক পূর্ণ করতে চলেছে শাহরুখ খান অভিনীত সুপারহিট সিনেমা ‘কাল হো না হো’। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা পেয়েছিল এটি; অথচ মাত্র চার দিন শ্যুটিং করেই সিনেমা থেকে সরে যেতে চেয়েছিলেন ‘বাদশা’।
ত্রিকোণ প্রেমের গল্পনির্ভর ‘কাল হো না হো’ সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছিলেন সাইফ আলি খান ও প্রীতি জিনতা। সম্প্রতি পরিচালক নিখিল আদবানি সিনেমা সম্পর্কে কিছু অবাক করা তথ্য প্রকাশ করেছেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
পরিচালক রাজশ্রী আনপ্লাগডের সঙ্গে কথা বলার সময় নির্মাতা জানিয়েছেন, “চার দিন শুটিং করার পর পিঠ ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ। ও আমাকে বলেছিল, ‘আমাকে সিনেমা থেকে সরিয়ে দিন’। আমরা না করেছিলাম এবং ছয় মাস শ্যুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
‘কাল হো না হো’র মধ্য দিয়েই পরিচালনায় আত্মপ্রকাশ করেন নিখিল। তাই প্রথম সিনেমার ব্যর্থতা ভাবতেই চাপ অনুভব করেছিলেন তিনি।
প্রথম হিন্দি সিনেমা হিসেবে ‘কাল হো না হো’ র শুটিং হয়েছিল নিউইয়র্কে। সেখানে সিনেমার পুরো ইউনিটকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল বলে জানান নির্মাতা।
নিখিলের ভাষ্যে, “এর আগে কেউ নিউইয়র্কে শুটিং করেনি। মানুষ লন্ডনে গিয়েছে, সুইজারল্যান্ডে গিয়েছে, ইউরোপে গিয়েছে। নিউইয়র্কে শুটিংয়ের সময় ইউনিটগুলির নিজস্ব সমস্যা তৈরি হয়েছে।
“তাছাড়া নতুন প্রযোজক কিংবা পরিচালকের জন্য সে শহরে শুটিং করা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু যশ-জোহর যেকোনও প্রোডাকশনে চ্যালেঞ্জ নিতে পারদর্শী ছিলেন। তবু খুব একটা সহজ ছিল না সিনেমার ক্ষেত্রে ব্যাপারগুলো।”
২০০৩ সালে বিশ্বব্যাপী বক্স অফিসে ৮১.৯৫ কোটি রুপি ব্যবসা করে ‘কাল হো না হো’।
সিনেমায় নয়নার চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব পেয়েছিলেন কারিনা কাপুর; অভিনেত্রী নাকচ করে দিলেই তা লুফে নেন প্রীতি জিনতা।