‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’- প্রতিপাদ্য নিয়ে এই আয়োজন সাজানো হয়েছে।
Published : 06 Mar 2025, 01:59 PM
নাট্যদল ‘স্বপ্নদল’ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবার সম্মাননা জানাবে নাট্যকার, কথাসাহিত্যিক, অভিনেত্রী ও শিক্ষক রুমা মোদককে। সেই সঙ্গে মঞ্চায়ন করবে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।
‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’- প্রতিপাদ্য নিয়ে এই আয়োজন সাজানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বপ্নদল।
আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ হলেও একদিন আগেই আয়োজনটি করার কারণ ব্যাখ্যা করে স্বপ্নদল বলেছে, ওই দিন মিলনায়তন বরাদ্দ না পাওয়ায় এ বছর একদিন আগে দিবসটি পালন করছে তারা।
বিশ্বের সকল নারীকে সম্মান জানাতে ২০১২ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে নাট্যদলটি।
বিগত বছরগুলোতে নারী দিবসে স্বপ্নদলের সম্মাননা পেয়েছেন ফেরদৌসী মজুমদার, শিমুল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, ত্রপা মজুমদার, রোকেয়া রফিক বেবী, মোমেনা চৌধুরীসহ অনেকে।
অনুষ্ঠানে সম্মাননা প্রদানের পর মঞ্চস্থ হবে নারী জাগরণের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-র নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটকটি প্রযোজনা করেছে স্বপ্নদল।
এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন চীনের সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজ বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির অধ্যাপক দং ইউছেন। বিশেষ অতিথি থাকবেন নাট্যগবেষক ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের প্রতিষ্ঠাতা বাবুল বিশ্বাস, শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।