এই প্রথম পরমব্রতের পরিচালনায় একটি সিরিজে অভিনয় করতে চলেছেন অনির্বাণ।
Published : 14 Nov 2024, 04:12 PM
ভারতের পশ্চিমবঙ্গের দুই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য দুজনে একসঙ্গে পর্দা ভাগ করেছেন বেশ কয়েকটি কাজে।
এবারেও দুজনে একসঙ্গে কাজে নামছেন; তবে একজন থাকবেন পর্দায়, অন্যজন আড়ালে।
আনন্দবাজার লিখেছে, এই প্রথম পরমব্রতের পরিচালনায় একটি সিরিজে অভিনয় করতে চলেছেন অনির্বাণ।
‘ভোগ’ নামের সিরিজটি দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়।
ভৌতিক গল্পের এই সিরিজের গল্প লিখেছেন অভীক সরকার। এখানে অনির্বাণের সঙ্গে অভিনেতা রজতাভ দত্তকেও দেখা যাবে।
পরমব্রত জানিয়েছেন, এক জন একাকী মানুষের জীবনকে কেন্দ্রে রেখে এগোবে কাহিনী। একটি কিউরিওর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে ওই ব্যক্তির। এই মূর্তিকে ঘিরেই তার জীবন বদলে যেতে থাকে। শেষ পর্যন্ত কী হয়, তার উত্তর দেবে সিরিজ়।
অনির্বাণ জানিয়েছেন, কাজটি নিয়ে তিনি রোমাঞ্চিত।
“পরমব্রত যা বলবেন আমি অভিনেতা হিসেবে সেটাই করার চেষ্টা করব। নির্দশকের কথার বাইরে যাওয়ার তো কিছু নেই। আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।”
সিরিজের ঘোষণা দিয়ে পরমব্রত ও অনির্বাণ সোশাল মিডিয়ায় যে ছবি প্রকাশ করেছেন, সেখানে দুজনেরই পরনে কালো স্যুট। পরমব্রতের হাতে ধরা বইয়ের প্রচ্ছদে লেখা ‘ভোগ’ এবং অনির্বাণের মাথায় হ্যাট।
এই বছরের শেষে সিরিজের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে ‘পর্ণশবরীর শাপ’ এবং ‘নিকষ ছায়া’ নামের অতিপ্রাকৃত গল্পের দুইটি সিরিজ বানিয়ে জনপ্রিয়তা কুড়িয়েছেন পরমব্রত।