আগামী ২৬ এপ্রিল মুক্তি পাবে মিমি ও আবিরের ‘আলাপ’।
Published : 04 Apr 2024, 12:06 PM
দুর্গাপূজার ‘রক্তবীজ’ সিনেমায় কলকাতার আবীর চ্যাটার্জি ও মিমি চক্রবর্তীর মধ্যে কোনো ধরনের প্রেমের রসায়ন না থাকলেও পর্দায় দর্শক আটকে রেখেছিলেন তারাই। এই জুটি ফের আসছেন পর্দায়।
তবে এবার বন্দুক-পিস্তল নিয়ে মারাকাটারি অ্যাকশনে দেখা যাবে না তাদের। এবার প্রেমিক-প্রেমিকা হয়ে ‘আলাপ’ সিনেমায় ভালোবাসার গল্প শোনাতে আসছেন তারা।
সংবাদ প্রতিদিন লিখেছে, ‘আলাপ’ সিনেমায় আবির ও মিমির লুক ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
নির্মাতা প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় ‘আলাপ’ প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। বিকাশ চাকী বলেছেন, আগামী ২৬ এপ্রিল মুক্তি পাবে মিমি ও আবিরের ‘আলাপ’।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সংগীত পরিচালনায় আছেন অনুপম রায়।
মিমি বলেন, ”আবীরদা আমার কাছে পরিবারের মতে। যখন আমি এই ইন্ডাস্ট্রিতে কাউকে চিনতাম না, তখন আবিরদা আমার পাশে ছিলেন। আবিরদার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আমি আজও আলোচনা করতে পারি। আমাদের দুজনের মধ্যে দারুণ একটা বোঝাপড়া রয়েছে।”
আর আবীর বলেন, ”এই ছবিটা একেবারেই রোমান্সে ঠাসা। প্রেমেন্দুদার গল্প বলার ধরনটা বরাবরই খুব আলাদা। এই সিনেমাতেও সেই রকমই দেখা যাবে।”
সিনেমায় মিমি ও আবিরের পাশাপাশি স্বস্তিকা দত্ত, তন্বী লাহা রায় ও কিঞ্জল নন্দা কাজ করেছেন।
পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর ভাষ্য, ”ভালোলাগা ও ভালোবাসা একেবারেই আলাদা অনুভব। এই সিনেমার গল্পের ইউএসপিই এটা।“