প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ‘সেরা রাঁধুনী’ অনুষ্ঠানটি।
Published : 07 Mar 2025, 02:22 PM
মাছরাঙা টেলিভিশনে শুরু হতে যাচ্ছে রান্নার রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’। এবার অনুষ্ঠানটির আট নম্বর সিজন প্রচার হবে।
এক বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
সারাদেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মত এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
‘সবার মধ্যে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে এবারের আসর।
অনুষ্ঠানটির প্রযোজক অজয় পোদ্দার জানিয়েছেন, গত সিজনগুলোর মত এবারের আয়োজনেও থাকছে নতুনত্ব এবং প্রতিদ্বন্দ্বিতা। দেখা যাবে অভিনব সব রান্না, রান্নার জমজমাট লড়াই, কঠিন বিচারকাজ, সঙ্গে মনোরম দৃশ্যায়ন।
মৌসুমী মৌয়ের সঞ্চালনায় ‘সেরা রাঁধুনী’ বাছাইয়ের জন্য পুরো বাংলাদেশের সব বিভাগ মিলে মোট ১১টি অডিশন অনুষ্ঠিত হয়েছে।
এরপর ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনের মাধ্যমে 'স্টুডিও রাউন্ডের' জন্য নির্বাচিত প্রতিযোগীদের বেছে নেওয়া হয়।
এই প্রতিযোগীদের মধ্যে ভিন্ন ভিন্ন ঘরানার রান্নায় পারদর্শিতা যাচাইয়ের পাশাপাশি রান্না পরিবেশনা, নিজেকে উপস্থাপন, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় দক্ষতা, নেতৃত্বগুণ, খাবারের ব্যবসা চালানোর ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধি ও দক্ষতা প্রয়োগের ক্ষমতার ওপর ভিত্তি করে একজন নির্বাচিত হবেন ‘সেরা রাঁধুনী’।
পুরস্কার হিসেবে সেরা বিজয়ী জিতে নেবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা।
এই অনুষ্ঠানের বিচারক হিসেবে থাকছেন নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।