“আগামী বছর অস্কার সঞ্চালনা করছি, কারণ আমি নিজে কানে শুনতে চাই ব্রডি তার বক্তৃতাটি শেষ করেছে।“
Published : 19 Mar 2025, 04:58 PM
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারের আগামী আসর সঞ্চালনার দায়িত্ব যাচ্ছে কার হাতে, সেটি এবার আগেভাগেই জানিয়ে দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।
সেই ঘোষণা অনুযায়ী অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরের সঞ্চালক হিসেবে ফের ফিরছেন যুক্তরাষ্ট্রের কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।
ভ্যারাইটি লিখেছে, এক বিজ্ঞপ্তিতে অস্কারের নির্বাহী প্রধান বিল ক্রেমার এই খবর জানিয়েছেন।
চলতি বছরে অস্কার সঞ্চালনার জন্য ও’ব্রায়েনের প্রশংসা করে ক্রেমার বলেন, “ভিজ্যুয়ালি আমাদের অনুষ্ঠান আশ্চর্যজনকভাবে সফল হয়েছে। ও’ব্রায়েন নিশ্চিতভাবে আয়োজনের জন্য দক্ষ উপস্থাপক। তিনি দক্ষতার সঙ্গে অস্কারের সন্ধ্যাকে হাস্যরসাত্মক ঘটনা, উষ্ণতা এবং শ্রদ্ধার মাধ্যমে উদ্যাপন করতে শিখিয়েছেন। আমরা আবার তাকে সঞ্চালনায় পাচ্ছি, এতে আমরা সম্মানিত বোধ করছি।”
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৮তম অস্কার আয়োজন বসছে আগামী বছর ১৫ মার্চ।
ও’ব্রায়েন রসিকতা করে সোশাল মিডিয়ায় তার সঞ্চালনার খবর জানিয়ে বলেছেন, “আগামী বছর অস্কার সঞ্চালনা করছি, কারণ আমি নিজে কানে শুনতে চাই ব্রডির তার বক্তৃতাটি শেষ করেছে।“
২০০৩ সালে ব্রডি তার ‘দ্য পিয়ানেস্ট’ সিনেমার জন্য যেবার সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন, সেবার তিনি ট্রফি হাতে যে বক্তৃতাটি দিয়েছিলেন সেটি ছিল অত্যন্ত দীর্ঘ।
এবারেও ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য অস্কার জয় করে লম্বা সময় ধরে বক্তৃতা দেন ব্রডি।
৬১ বছর বয়সী ও’ব্রায়েন পাঁচবার এমিজয়ী কমেডিয়ান। এক্স হ্যান্ডেলে তার অনুসারীর সংখ্যা বর্তমানে ২৭ মিলিয়ন। এর আগে দুইবার এমি পুরস্কার সঞ্চালনা করেছেন ও’ব্রায়েন।
ও’ব্রায়েনের ক্যারিয়ার শুরু আশির দশকে। ওই সময়ে ‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’ শিরোনামের অনুষ্ঠান দিয়ে আলোচনায় আসেন তিনি।
এর মধ্যে তার ‘কোনান ও’ব্রায়েন মাস্ট গো’ শো বেশ সাড়া ফেলেছে। তার ‘কোনান ও’ব্রায়েন নিডস আ ফ্রেন্ড’ শোটিও হয়েছে আলোচিত।