মাত্র আট মাসের ব্যাবধানে ফের বসেছিল এমি অ্যাওয়ার্ডসের আসর।
Published : 17 Sep 2024, 11:29 AM
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারের এমি অ্যাওয়ার্ডের মঞ্চ এবার ধূলিসাৎ হয়েছে জাপানি ঝড়ে। টেলিভিশন অনুষ্ঠানের মার্যাদাপূর্ণ এই পুরস্কারের ৭৬তম আসরে সেরা ড্রামা সিরিজ, সেরা অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালকের পুরস্কারসহ বিভিন্ন শাখায় ১৮টি পুরস্কার জিতে বাজিমাত করেছে জাপানি টিভি সিরিজ ‘শোগান’।
একটি সিরিজের ঝুলিতে এতগুলো পুরস্কার প্রাপ্তি এমির ইতিহাসে আগে ঘটেনি। এছাড়া এই প্রথম অ-ইংরেজি ভাষার কোনো সিরিজ এমিতে এত পুরস্কার জিতে নেওয়ারও রেকর্ডও গড়ল।
এমিতে ‘শোগান’ মনোনয়নও পেয়েছিল সর্বোচ্চ ২৫টি।
বিবিসি লিখেছে চলতি বছরে এমির আসর বসেছে দুবার। গত বছর অভিনেতা ও লেখকদের ধর্মঘটের কারণে ৭৫তম আসরটি খানিকটা পিছিয়ে চলতি বছর জানুয়ারিতে করা হয়েছিল। এরপর আট মাস না যেতেই রোববার রাতে চলতি বছরের এমি বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।
‘শোগান’ নির্মিত হয়েছে ১৯৭৫ সালে প্রকাশিত জেমস ক্লেভেলের উপন্যাস অবলম্বনে। সিরিজের গল্পের পটভূমি ১৭০০ শতকের জাপানের সময়কাল। গত ২৭ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হুলু আর টেলিভিশন নেটওয়ার্ক এফএক্সে মুক্তি পায় ‘শোগান’।
মুক্তির পর ১০ পর্বের এই সিরিজের নির্মাণ, চিত্রনাট্য এবং অভিনয়ের প্রশংসা আসে। দেশটির অনেক সমালোচকই ‘শোগান’কে বছরের শ্রেষ্ঠ সিরিজ হিসেবে ঘোষণা দিয়েছেন আগেই।
শোগানের দ্বিতীয় এবং তৃতীয় সিজন নিয়ে নির্মাতারা কাজও শুরু করে দিয়েছেন।
‘শোগান’ সিরিজে অভিনয়ের জন্য প্রথম জাপানি অভিনেতা (ড্রামা সিরিজ) হিসেবে এমি জিতেছেন হিরোউকি সানাডা।
পুরস্কার তিনি বলেন, “এটা প্রাচ্য ও পশ্চিমের মিশেলে এই কাজটি আমরা করেছি। এটি আমাদের স্বপ্নের প্রকল্প। ‘শোগান’র প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে।”
সিরিজের নির্বাহী প্রযোজক জাস্টিন মার্কস দর্শকদের ধন্যবাদ জানান।
এছাড়াও, ড্রামা ও কমেডি বিভাগে আধিপত্য বিস্তার করেছে জেরেমি অ্যালেন হোয়াইটের এফএক্স সিরিজ 'দ্য বিয়ার'। দ্য বিয়ারের ঝুলিতে এসেছে ১১টা এমি পুরস্কার।
এছাড়া এইচবিওর কমেডি সিরিজ ‘হ্যাকস’ নিয়ে তেমন কোনো প্রত্যাশা না থাকলেও কমেডি সিরিজের পুরস্কারসহ গুরুত্বপূর্ণ আরও শাখায় পুরস্কার পুরস্কার জিতেছে এটি। সিরিজটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জিন স্মাট।
এক নজরে বিজয়ীরা
সেরা ড্রামা সিরিজ: শোগান
সেরা কমেডি সিরিজ: হ্যাকস
সেরা লিমিটেড সিরিজ: বেবি রেইন্ডার
সেরা অভিনেতা (কমেডি): জেরেমি অ্যালেন হোয়াই (দ্য বিয়ার)
সেরা অভিনেতা (ড্রামা): হিরোউকি সানাডা (শোগান)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): রিচার্ড গাড (বেবি রেইন্ডার)
সেরা অভিনেত্রী (কমেডি): জেন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেত্রী (ড্রামা): আনা সাওয়াই (শোগান)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): জুডি ফস্টার (ট্রু ডিটেকটিভ: নাইট কান্ট্রি)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): বিলি ক্রুডাপ (দ্য মর্নিং শো)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ল্যামোর্ন মরিস (ফারগো)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): লিজা কোলন-জায়াস (দ্য বিয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): জেসিকা গানিং (বেবি রেইন্ডার)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার)
সেরা পরিচালক (ড্রামা সিরিজ): ফ্রেডরিক ও. ই. টয়ে (শোগান)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): স্টিভেন জাইলিয়ান (রিপলি)
রিয়েলিটি কম্পিটিশন প্রোগ্রাম: দ্য ট্রেটরস
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
ভ্যারাইটি টক সিরিজ: দ্য ডেইলি শো
সেরা স্ক্রিপ্ট রাইটার (কমেডি): জেন স্ট্যাটস্কি
সেরা স্ক্রিপ্ট রাইটার (ড্রামা): উইল স্মিথ
সেরা লিমিটেড সিরিজ রাইটার: রিচার্ড গ্যাড
সেরা ভ্যারাইটি সিরিজ রাইটার: অ্যালেক্স এডেলম্যান