সিনেমায় রাজকে দেখা যাবে তিন রূপে।
Published : 15 May 2024, 08:37 PM
'আলতাবানু জোসনা দেখেনি' সিনেমায় অভিনেত্রী হিসেবে কলকাতার স্বস্তিকা মুখার্জির নাম ঘোষণা এসেছিল গত বছরের সেপ্টেম্বরে। তারপরেই প্রশ্ন ছিল স্বস্তিকার বিপরীতে কে?
স্বস্তিকার বিপরীত চরিত্রের অভিনেতা খুঁজতে নির্মাতা হিমু আকরামের সময় লেগেছে প্রায় ছয় মাসের মতো। অনেক খুঁজেই চরিত্রের জন্য উপযুক্ত মনে করলেন অভিনেতা শরিফুল রাজকে।
সেই খবর জানিয়ে গ্লিটজকে নির্মাতা হিমু আকরাম বলেন, “স্বস্তিকা মুখার্জি এই সিনেমায় চূড়ান্ত হয়েছেন প্রায় এক বছর আগে। এতদিনে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু এই সিনেমায় অভিনেতা হিসেবে কাকে নিব, এটা নিয়েই দ্বিধায় ছিলাম।
“অনেকের সঙ্গেই বসেছি। কারণ গল্পের প্রয়োজনে এই সিনেমায় হিরো চরিত্রের তিনটি স্তর রয়েছে। তিনটি লুক, তিনটি অঞ্চল। তিনটি মানুষকে ধারণ করতে হবে একজন মানুষ হয়ে। সেই জায়গা থেকে কাউকে উপযুক্ত মনে হচ্ছিল না। তারপর শরিফুল রাজকে পাই। রাজকে ৩ মাস আগে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ করা হয়৷”
রাজকে উপযুক্ত মনে হল কীভাবে এমন প্রশ্নে নির্মাতা বলেন, “সিনেমায় রাজকে দেখা যাবে প্রেমচাঁদ, সুজন মিয়া ও মুইনুল হোসেন হিসেবে। এক মানুষের তিনটি রূপ। একটার সঙ্গে আরেকটা মিলবে না। রাজকে চূড়ান্ত করার কারণ রাজের মধ্যে লুক ও অভিনয় দুটোই আছে। চরিত্রের একটি স্তর থেকে আরেক স্তর খুব সুন্দর করে ধারণ করতে পেরেছে।”
ক্যাপশন: অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি
সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, “‘আলতাবানু জোসনা দেখেনি’ গল্পের নাম পড়েই বোঝা যায় আলতাবানুর গল্প। তবে এটা ডার্ক থ্রিলার ঘরানার গল্প। পুরান ঢাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলতা বানু। যে পাগল, উন্মাদ। যাকে সবসময় লোহার শেকল দিয়ে বেঁধে রাখতে হয়। সেই উন্মাদের প্রেমে পড়েন প্রেমচাঁদ। তাকে ভালোবেসে ফেলে। উন্মাদের সঙ্গে প্রেম ও একই মানুষের ভিন্ন ভিন্ন রূপ, এভাবেই গল্প আবর্তিত হবে।”
স্বস্তিকা মুখার্জির সঙ্গে আলতাবানুর সম্পর্কটা কেমন?
হিমু আকরাম বলেন, “আলতাবানু চোখ দিয়ে কথা বলে। তার যে লুক, তাকানো, চোখে কথা বলা, স্বস্তিকার চোখের মধ্যে সেই ব্যাপারটা আছে। তাছাড়া স্বস্তিকাকে আলতাবানু চরিত্রের সঙ্গে দারুণ মানাবে।”
বর্ষার পরপরই সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতা। পুরান ঢাকার বিভিন্ন জায়গায়, সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে সিনেমাটির দৃশ্যধারণ হবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যেই সিনেমায় স্বস্তিকা মুখার্জি ও রাজের লুক সেটও শেষ হয়েছে।
গত ১৭ বছর ধরে নাটক নির্মাণ করছেন হিমু। এক বছর ধরে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিতে নাটক নির্মাণ থেকে দূরে আছেন তিনি। 'আলতাবানু জোসনা দেখেনি' পরিচালনার পাশাপাশি গল্পও লিখেছেন নির্মাতা নিজেই।
স্বস্তিকা ও রাজের পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মামুনুর রশীদ ও সোহেল মণ্ডলসহ আরো অনেকেই। এই সিনেমায় সিনেমাটোগ্রাফার হিসেবে আছেন কামরুল হাসান খসরু।
নির্মাণের পর আন্তজার্তিক ওটিটি প্লাটফর্ম 'নেটফ্লিক্স' এ সিনেমাটি মুক্তি দিবেন জানিয়ে নির্মাতা বলেন, “আমাদের দেশ থেকে নেটফ্লিক্সে সিনেমা খুব কমই যায়৷ এটার স্টোরি লাইন নেটফ্লিক্সে দেওয়া আছে। বাংলাদেশের মুক্তি পাওয়ার পর, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি দেওয়ার পর সবশেষে নেটফ্লিক্সে মুক্তি পাবে। আমার সিনেমাটি শুধু বাংলাদেশের জন্য টার্গেট করে নির্মাণ করব না। এখন সিনেমা মুক্তি নিয়ে যে ভোগান্তি পোহাতে হয় তার থেকে বিকল্প পন্থা ভেবে রেখেই সিনেমা নির্মাণে নামছি।”
এর আগে শাকিব খানের বিপরীতে 'সবার উপরে তুমি' সিনেমায় অভিনয় করেছিলেন ভারতের স্বস্তিকা। সিনেমাটির পরিচালক ছিলেন এফ আই মানিক। এছাড়াও স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
গত ঈদে ‘কাজলরেখা’, ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’ নামে একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে শরীফুল রাজের।