আগামী ১৭ নভেম্বরের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ফুয়াদ চৌধুরীর নির্মিত এই সিনেমাটি।
Published : 04 Nov 2023, 11:25 AM
নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে গ্রাম ও শহরে বসবাস করা দুই নারীর গল্প নিয়ে তৈরি সিনেমা 'মেঘনা কন্যা' মুক্তি পাচ্ছে চলতি মাসে।
আগামী ১৭ নভেম্বরের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফুয়াদ চৌধুরীর নির্মিত এই সিনেমাটি।
ইতিমধ্যে হল বুকিংও চূড়ান্ত হয়েছে জানিয়ে নির্মাতা ফুয়াদ চৌধুরী বলেছেন, শিগগিরই সংবাদ সম্মেলন করে সিনেমার ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
'মেঘনা কন্যা'র আন্তর্জাতিক প্রদর্শনী হয় গত ১৫ অক্টোবর কানাডার টরন্টোতে। এবার দেশের দর্শকের সামনে আসার অপেক্ষায় আছে সিনেমাটি।
নির্মাতা ফুয়াদ চৌধুরী বলেন, "নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে স্বপ্ন পূরণের গল্প তুলে ধরা হয়েছে।"
আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজ্জাদ হোসাইন, সেমন্তি সৌমি, কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মোহাম্মদ বারী, জয়শ্রীকর জয়া, সাইকা আহমেদ, আমিরুল ইসলাম, শেখ স্বপ্না, সানজিদা মিলা, উপমাসহ আরও অনেকে।
সিনেমার সংগীতায়োজ করেছেন ব্যান্ডদল চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।