যে কয়টি সিনেমার কাজ হাতে আছে, সেসব না সেরে পরিবার বড় করার কথা ভাবছেন না ক্যাটরিনা।
Published : 05 May 2023, 06:27 PM
বলিউডি নায়িকারা ছাদনাতলায় যাওয়ার পর থেকেই ভক্ত-অনুরাগীরা মুখিয়ে থাকেন তাদের ‘মা’ হওয়ার খবর পেতে। অনেক সময় সত্যি খবরের চাইতে গুজবই ওড়ে বেশি, যা হয়েছে নায়িকা ক্যাটরিনা কাইফের বেলাতেও।
দুই বছরের বিবাহিত জীবনে ক্যাটররিনার মা হওয়ার ‘গুজব’ বেরিয়েছে কয়েকবার। এবারে ক্যাটরিনার বান্ধবীর কাছে জানা গেল এ বিষয়ে তার পরিকল্পনার কথা।
সালমান খানের ‘ঈদ পার্টি’ এবং মুম্বাই বিমানবন্দরে ক্যাটরিনার কিছুটা ঢোলা পোশাক পরা ছবি আসার পর সোশাল মিডিয়া ব্যবহারকারীরা ক্যাটরিনাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেন।
কারণ ঈদের রাতের ওই পার্টির আগে কিছুদিন ধরে কোনো পার্টি, শুটিং এমনকি জিমেও দেখা যায়নি ক্যাটরিনাকে। তাতে ক্যাটরিনার ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার গুঞ্জন ডালপালা ছাড়ায়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নানা ধরনের আলোচনা-ট্রলের মধ্যে ক্যাটরিনা তার ঘনিষ্ঠ বান্ধবীকে জানিয়েছেন, যে কয়টি সিনেমার কাজ হাতে আছে, সেসব না সেরে পরিবার বড় করার কথা ভাবছেন না তিনি।
“এখন হাতে যেসব ছবি আছে, সেসবের শুটিংয়ের পরই আমরা সন্তান নিয়ে পরিকল্পনা করতে চাই। বিজয় সেতুপতি ও ফারহান আখতারের ছবির পরই এ ব্যাপারে পরিকল্পনা করব।“
নির্মাতা শ্রীরাম রাঘবনের সিনেমা ‘মেরি ক্রিসমাস’-এ ক্যাটরিনার শুটিং এখনও কিছু বাকি আছে। দক্ষিণি সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’র কাজ সেরে এই নায়িকা ব্যস্ত হয়ে পড়বেন পরিচালক ফারহান আখতারের সিনেমা ‘জি লে জারা’ সিনেমায়। সেখানে আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াও অভিনয় করবেন, ক্যামিও চরিত্রে শাহরুখ খানেরও আসার কথা রয়েছে।
এছাড়া আগামীতে ‘যশরাজ ফিল্মসের’ প্রযোজনায় ‘টাইগার থ্রি’ সিনেমায় পর্দায় আসছেন ক্যাটরিনা। অ্যাকশন ধাঁচের ওই সিনেমায় তার নায়ক সালমান খান।
রাজস্থানে সাতশ বছরের পুরনো এক রাজপ্রাসাদে জমকালো আয়োজনে ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি কৌশল।
বিয়ের পর থেকে ক্যাটরিনা চোখের আড়াল হলেই তার ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার খবর নিয়ে মেতে উঠেন নেট ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে ক্যাটরিনা প্রতিবার চুপ থাকলেও এবারে তার বন্ধুকে পরিকল্পনার কথা জানালেন।