স্কুলের দশম শ্রেণির পর আর পড়াশোনা না চালিয়ে অভিনয়ে আসেন নির্মাতা মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া ভাট।
Published : 23 Jul 2023, 11:19 AM
বলিউডের ভাটকন্যা এবং কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাটের ইচ্ছে নয়, তার মেয়ে তাদের মত ফিল্মি দুনিয়ায় পা রাখুক।
এই নায়িকা চান, বড় হয়ে মেয়ে রাহা হবে একজন বিজ্ঞানী। কিন্তু মেয়েকে নিয়ে এই ইচ্ছার কথা জানিয়ে সোশাল মিডিয়ায় ‘বিদ্রুপ আর সমালোচনায়’ বিদ্ধ হচ্ছেন আলিয়া।
এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ে সম্প্রতি ‘রকি অউর রানী কী প্রেম কাহানি’ সিনেমার প্রচারে গিয়ে আলিয়া ওই কথা বলেছিলেন।
সিনেমা প্রচারের ওই অনুষ্ঠানে ছিলেন কয়েক হাজার শিক্ষার্থী। সেখানে তাদের সঙ্গে কথোপকথনে আট মাস বয়সী রাহার প্রসঙ্গ এলে আলিয়া বলেন, ”আমি আমার মেয়ের দিকে তাকিয়ে বলি, তুমিতো বড় হয়ে বিজ্ঞানী হবে।“
আলিয়ার ওই কথার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ কেউ বিদ্রুপ করে প্রশ্ন তুলেছেন, আলিয়ার পড়াশোনার দৌড় যেন কতদূর?
একজন বলেন, “স্কুল পাসের অভিজ্ঞতা আছে আপনার?”
ছেলেবেলা থেকে অভিনয়ের ‘নেশা’ পেয়ে বসে আলিয়াকে। দশম শ্রেণির পর আর পড়াশোনা না চালিয়ে রুপালি দুনিয়ায় আসেন নির্মাতা মহেশ ভাটের এই ছোট মেয়েটি।
কিছুদিন আগে ‘বিগ বস ওটিটি’র আসরে আলিয়ার বড় বোন পূজা ভাট বলেছেন, তিনিও দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছেন এবং তার বাবা মহেশের পড়াশোনাও বেশিদূর নয়।
এদিকে ‘রকি অউর রানী কী প্রেম কাহানি’ সিনেমার প্রচারে দম ফেলার ফুরসত নেই আলিয়া, রণবীর সিং, করণ জোহরদের।
মুম্বাই ছাড়াও দিল্লি,কলকাতাসহ দেশের পাঁচটি বড় শহর ঘুরে ঘুরে তারা সিনেমার প্রচারণা চালাচ্ছেন।
করণের এই সিনেমায় আলিয়া এক বাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। আলিয়ার চ্যাটার্জি পরিবারের সদস্য শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, নমিত দাস ও চূর্ণী গাঙ্গুলী। অন্যদিকে আছে সিনেমায় তার প্রেমিকা রণবীরের রান্ধাওয়া পরিবার; সেখানে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, আমির বশির, ক্ষিতি জোগ ও অঞ্জলি আনন্দকে দেখা গেছে।
আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানী কী প্রেম কাহানি’ সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করেছে ভায়াকম-১৮ ও ধর্মা প্রোডাকশন।