৬ সেপ্টেম্বর ঢাকার নতুন বাজারের ১০০ ফিটে হবে ‘ঢাকা রক কার্নিভাল: স্বাধীন বাংলা বেতার’ কনসার্ট।
Published : 01 Sep 2024, 10:50 AM
‘কার্নিভাল’, 'মেঘদল', ‘শিরোনামহীন’সহ দেশের এক ডজন ব্যান্ড দল নিয়ে ঢাকায় একটি কনসার্টের আয়োজন করা হয়েছে চলতি সপ্তাহের শেষে।
‘ঢাকা রক কার্নিভাল: স্বাধীন বাংলা বেতার’ শিরোনামের কনসার্টটি হবে আগামী ৬ সেপ্টেম্বর।
ঢাকার ১০০ ফিটের গ্রিনভিল আউটডোরে এই কনসার্টের আয়োজন করেছে ‘ইউনাইটেড কমিউনিকেশন’ নামের একটি প্রতিষ্ঠান।
এর কর্ণধার এনামুল হক বনি গ্লিটজকে বলেন, ঢাকা রক কার্নিভালের প্রথম সিজনের অংশ হিসেবে এ কনসার্ট হতে যাচ্ছে।
“আমরা এই সিজনের নাম দিয়েছি 'স্বাধীন বাংলা বেতার'। ধারাবাহিকভাবে দ্বিতীয় ও তৃতীয় সিজন হিসেবে আরও কনসার্টের আয়োজন করে যাব।"
কনসার্টটি সাজানো হয়েছে ১২টি লাইনআপে। এতে পারফর্ম করবে ‘অ্যাভয়েড রাফা’,‘অ্যাশেজ’, 'আপেক্ষিক’, ‘আফটারম্যাথ’, 'এ কে রাহুল ও ব্ল্যাক জ্যাং', 'হাইওয়ে', ‘কার্নিভাল’, 'মেঘদল', ‘ওউনড’, ‘পাওয়ারসার্জ’, ‘সোনার বাংলা সার্কাস’ ও ‘শিরোনামহীন’।
কনসার্ট শুরু হবে দুপুর ২টা থেকে, চলবে শেষ রাত ১০টা পর্যন্ত। টিকেট পাওয়া যাচ্ছে ‘গেটসেটরক’ এ।
ঢাকার ১০০ ফিটে কনসার্টের ভেন্যু নির্বাচন নিয়ে এই আয়োজক বলেন, "দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে মানুষের জীবন অনেকটা অস্বস্তিতে ছিল। তাই ভেন্যু হিসেবে আমরা একটু শান্ত এবং ভালো পরিবেশ বেছে নিয়েছি। গ্রিনভিল আউটডোরে প্রথমবারের মত কোনো কনসার্টের আয়োজন করা হচ্ছে।
“আমরা আমদের অতিথিদের নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দিয়েছি। এখানে কোনো ধরনের অরাজকতার সুযোগ নেই। গেইটে প্রবেশ থেকে শুরু করে একটা কমার্শিয়াল ইভেন্ট যত সুন্দর করা যায় আমরা সেই ব্যবস্থা রাখছি।"
কনসার্টের যাতায়াতে রাস্তার কিছুটা অংশে শ্রোতা-দর্শকদের জন্য গাড়ির ব্যবস্থা রেখেছে আয়োজক প্রতিষ্ঠান।
তিনি বলেন, "আমাদের ভেন্যুতে যাতায়াতে যেন দর্শকের কোনো অসুবিধা না সেজন্য আমরা বাস সার্ভিস দিচ্ছি। ভাটারা থানা থেকে ভেন্যু এবং ভেন্যু থেকে ভাটারা থানা পর্যন্ত বাস চক্রাকারে ঘুরবে। কনসার্টের টিকেট দেখিয়ে বাসে চড়া যাবে। এতে কোনো ধরনের ভাড়া দিতে হবে না।"
বনি জানান, এই কনসার্টের টিকেট বিক্রির টাকার একটি অংশ যাবে বন্যায় দুর্গত মানুষদের পুনর্বাসনের কাজে। এছাড়া আলাদা বুথ বসিয়েও ত্রাণ সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, "জুলাইয়ের বিপ্লবের বিজয়ের পরে আমরা এই কনসার্টের ঘোষণা দিই। কিন্তু তারপর দেশে বন্যা শুরু হল। আমরা যেহেতু কনসার্টের সব আয়োজন করেই ফেলেছি তাই সিদ্ধান্ত নেওয়া হল কনসার্টের লভ্যাংশটা আমরা অনুদান হিসেবে দিয়ে দেব। এছাড়া আমাদের আয়ের একটা অংশ তো ডোনেশন হচ্ছেই।"