বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক জিৎ পাঁচ বছর আগে এক হয়েছিলেন যৌথ প্রযোজনায় নির্মিত ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমায়। ২০১৮ সালের ওই সিনেমা দেখে দর্শক শুধুই হেসেছে। হঠাৎ করেই গত ৬ জানুয়ারি ফেইসবুকে “গুটিলের মানে জানতে পারবে সামিরা” ট্যাগলাইন দিয়ে সিনেমাটির একটি অংশ শেয়ার করেছেন জিৎ। জিতের এই পোস্টের কারণ কি স্মৃতিকাতরতা? নাকি আবারও দর্শক হাসানো?
Published : 09 Jan 2023, 05:57 PM