পডকাস্টে এসে মেয়ে শ্বেতা বচ্চনের কথায় রাগ প্রকাশ করেছেন জয়া।
Published : 16 Feb 2024, 12:04 PM
আলোকচিত্রীদের সঙ্গে দুর্ব্যবহার অথবা যেখানে সেখানে মেজাজ হারানোর বিষয়ে নাম আছে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া ব্চ্চনের।
ছেলেমেয়েদের সঙ্গে রাগারাগিতেও কম যান না এই অভিনেত্রী। এবার তিনি আলোচিত নাতনি (শ্বেতার মেয়ে) নভ্যা নভেলি নন্দার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নন্দা' নিয়ে।
আনন্দবাজার লিখেছে, ওই পডকাস্টে এসে মেয়ে শ্বেতা বচ্চনের কথায় রাগ প্রকাশ করেছেন জয়া।
‘হোয়াট দ্য হেল নন্দায়' এসে তিন প্রজন্মের তিন নারী একে অন্যেকে নিয়ে খোলামেলা কথা বলেছেন।
মা ও তার দিদিমার কাছে নভ্যা নভেলি নন্দার প্রশ্ন ছিল, তারা দুজন ত্বকের যত্ন কিভাবে নেন?
উত্তরে শ্বেতা বলেছেন, তিনি ত্বকের যত্ন নিতে টোনার থেকে শুরু করে ভিটামিন-সি সেরামসহ নানা কিছু ব্যবহার করেন।
আর জয়া কি করেন?
এই প্রশ্নের উত্তর দিতে জয়া মুখ খুললেও শ্বেতা মাকে প্রায় থামিয়ে দিয়ে বলেছেন, "মা চুল ভালো রাখতে পেঁয়াজের রস লাগান।"
মেয়ের মুখে এই কথা শোনামাত্র চেহারা বদলে যায় জয়ার। কোনো কথা না বলে মেয়ের দিকে 'কটমট করে' তাকিয়ে থাকেন।
এর আগে হিন্দি সিনেমার নির্মাতা-প্রযোজক করণ জোহরের শোয়ে এসে শ্বেতা বলেছিলেন, মায়ের সঙ্গে তার প্রায়ই রাগারাগি হয়।
শ্বেতা বলেছিলেন, "মায়ের সঙ্গে যদি ফোনে ঝগড়া হয় আমি রাগারাগি করে মাঝেমধ্যে ফোন কেটে দিই। তা নিয়েও মা আবার অশান্তি করেন।"
এর আগে সোশাল মিডিয়ায় অমিতাভ বচ্চন জয়ার সঙ্গে দীর্ঘ দাম্পত্য টিকিয়ে রাখা নিয়ে বলেছিলেন, "স্ত্রী যা বলেন তাই ঠিক, তা যাই হোক না কেন।"