সমবেত কণ্ঠে ‘কারার ঐ লৌহকপাট’ গেয়ে প্রতিবাদ

ঢাকায় বিভিন্ন সংগঠনের শিল্পীরা এতে অংশ নেন; কলকাতা ও লন্ডনেও হবে এ প্রতিবাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2023, 04:36 PM
Updated : 18 Nov 2023, 04:36 PM

মুক্তিযুদ্ধভিত্তিক ভারতীয় চলচ্চিত্র পিপ্পায় 'কারার ঐ লৌহকপাট' গানে এ আর রহমানের সংগীতায়োজনের প্রতিবাদে সমবেত কণ্ঠে এ গান পরিবেশন করেছেন বাংলাদেশের বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

শনিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র ও আমরা একাত্তর-এর উদ্যোগে সমবেত কণ্ঠে গানটি গাওয়া হয়।

ঢাকায় বিভিন্ন সংগঠনের শিল্পীরা এ পরিবেশনায় অংশ নেন। একইভাবে কলকাতা, লন্ডনসহ বাঙালি অধ্যুষিত বিভিন্ন জায়গায় স্থানীয় সময় সাড়ে ৪টা অনুযায়ী মূল সুরে গানটি গাওয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সুদীর্ঘ সংগ্রাম, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আর লাখো শহীদের আত্মদানের আবেগের সাথে জড়িয়ে আছে যে অমর গান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সেই ‘কারার ঐ লৌহকপাট’ গানটিকে বিকৃত করার ধৃষ্টতা দেখিয়েছে ভারতের ‘পিপ্পা’ চলচ্চিত্রের নির্মাতারা।

“তাদের এই কুকর্মের প্রতিবাদ জানানো এবং ওই চলচ্চিত্র থেকে বিকৃত গানটি বাদ দেওয়ার দাবিতে সমবেত কণ্ঠে গান গাওয়ার এ উদ্যোগ নেওয়া হয়।"

ব্রিটিশবিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা যোগানো শতবর্ষী গান ‘কারার ঐ লৌহকপাট’ নিয়ে এ বিতর্কের সূচনা সোশাল মিডিয়ায় 'পিপ্পা' সিনেমায় ব্যবহৃত গানটি প্রকাশের পর থেকে।

ইতোমধ্যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাজা কৃষ্ণ মেনন পরিচালিত এ ছবি 'পিপ্পা'।

বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক হিন্দি এ সিনেমার জন্য নজরুলের ওই গানের নতুন সংগীতায়োজন করেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

শ্রোতাদের অনেকের অভিযোগ, এ আর রহমানের হাতে পড়ে গানটি থেকে বিদ্রোহই হারিয়ে গেছে। সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক মহলের মানুষেরা প্রতিবাদ জানাচ্ছেন, সমালোচনায় সরব হয়েছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা।