Published : 02 Oct 2024, 10:27 AM
ধুরন্ধর ‘ব্যাঙ্ক ডাকাত’ শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি পরিচিত বহুরূপী নামে। তাকে ধরতে মরিয়া পুলিশ কর্মকর্তা আবীর চট্টোপাধ্যায়। ডাকাত-পুলিশের দারুণ সব অ্যাকশন ও স্নায়ুযুদ্ধ নিয়ে প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের বহুরূপী সিনেমার ট্রেইলার। পরিচালনার পাশাপাশি এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করা শিবপ্রসাদ বলেছেন চিত্রনাট্যের প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার ওপর নির্ভর করে তৈরি হয়েছে এই সিনেমা। এতে আরো অভিনয় করেছেন কৌশানি মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ মুক্তি পাবে আসছে দুর্গাপূজায়।