Published : 28 Apr 2025, 03:42 PM
কোরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে অভিনেতা আরেফিন শুভর সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’।
অল্প বয়সীদের সোশাল মিডিয়া ব্যবহারের আসক্তি থেকে বিপদে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি।
সম্প্রতি ফেইসবুকে ‘নীলচক্র' সিনেমার ৩০ সেকেন্ডের ভিডিও ক্লিপ প্রকাশ করে মুক্তির বার্তা দিয়েছেন পরিচালক মিঠু খান। যেখানে তদন্তের স্বার্থে নৃশংস এক নির্যাতনের দৃশ্যও উঠে এসেছে ।
এখানে তদন্ত কর্মকর্তা হয়ে আসছেন শুভ; তার সঙ্গে জুটি বেঁধেছেন মন্দিরা চক্রবর্তী।
চিত্রনাট্য নিয়ে মিঠু গ্লিটজকে বলেন, "একটি বখে যাওয়া প্রজন্ম, যারা সোশাল মিডিয়ার আসক্তিতে ডুবে যায় এবং কীভাবে তারা বিপদের মুখে পড়ে, সেটা তাদের পরিবারের উপর কী ভয়াবহ প্রভাব ফেলে সেই গল্পই বলেছি ‘নীলচক্র’ সিনেমায়। পাশাপাশি এই পতনের পিছনে কাজ করা একটি অদৃশ্য চক্রের কথাও উঠে এসেছে। যার জন্য নাম দেওয়া হয়েছে ‘নীলচক্র: ব্লু গ্যাং’।"
সিনেমাটি মুক্তি দিতে ছাড়পত্র হাতে পেয়েছেন মিঠু।
মিঠু বলেন, "সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি দেখার পর আমাকে তারা বলেছেন সিনেমাটি এখনই মুক্তি দিয়ে দেন। এই সিনেমার যে শক্তিশালী বার্তা সেটা প্রত্যেক পরিবারের দেখা উচিত।"
আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে সিনেমাটি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে’ নির্বাচিত হয়েছে ‘নীলচক্র: ব্লু সার্কেল’।
এর আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘আমেরিকান ফিল্ম মার্কেটে’ বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির।
সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ সিনেমায় একটি গানও গেয়েছেন তিনি।
আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার।
মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা।