Published : 05 May 2025, 11:57 PM
রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে পাকিস্তানের প্রেক্ষাগৃহে।
সেখানে উর্দু ভাষায় ভাষান্তর করে ‘জংলি’মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক এম রহিম।
গ্লিটজকে তিনি বলেন, “‘জংলি' সিনেমাটি উর্দু ভাষায় মুক্তি দেওয়া হবে। ডাবিং হচ্ছে। সিনে এন্টারটেইনমেন্ট নামের প্রতিষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। শিগগিরই মুক্তি পাবে।”
পাকিস্তানে সিনেমাটির পরিবেশক সিনে এন্টারটেইনমেন্টের আসিফ চৌধুরী এক অডিও বার্তায় জানিয়েছেন, “আমরা উর্দু ভাষায় জংলি সিনেমাটি পাকিস্তানে মুক্তি দিতে আগ্রহী। আশা করছি সিনেমাটি বেশ ভালো ব্যবসা করবে। ”
গত ২৫ এপ্রিল ইংরেজি সাবটাইটেলসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নিউজিল্যান্ডের থিয়েটারগুলোতে চলছে সিনেমাটি।
'জংলি' সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি এবং শিশুশিল্পী নৈঋতা।
এম রহিমের পরিচালনায় প্রেম ও প্রতিশোধের গল্পের সিনেমা এটি। পাখি নামের এক ছোট মেয়েকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। সিনেমায় বাবা ও সন্তানের সম্পর্ককে তুলে ধরেছেন পরিচালক।
সত্য ঘটনা অবলম্বনে ‘জংলির’ গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা।
‘জংলির’ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
এ সিনেমার পাঁচটি গান রয়েছে। এর মধ্যে চারটি গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। আরেকটি গান 'বাবা তোমায় ছাড়া' গানটি লিখেছেন সোমনাথ কর ও মেহেদী হাসান মুন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কৃষ্ণেন্দু ও কৌশিকি। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া।
এর আগে শাকিব খান অভিনীত রায়হান রাফীর সিনেমা ‘তুফান’, শরীফুল রাজ অভিনীত মিশুক মনির পরিচালিত ‘দেয়ালের দেশ’, কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘মোনা: জ্বীন-২’ সিনেমাটিও পাকিস্তানে মুক্তি পেয়েছে।