অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও পরিচালকসহ দেশের অনেক তারকাই রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।
Published : 06 Nov 2024, 06:38 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই নির্বাচন নিয়ে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদেরও আগ্রহ্রের কমতি নেই। ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ফেইসবুকে পোস্ট, অভিনন্দন জানিয়ে সরব হয়েছেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও পরিচালকসহ অনেকেই।
অভিনেত্রী ইয়াসমিন জাহান তারিন ট্রাম্পের বিজয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমেরিকার আকাশে আজ লালের ঘনঘটা! যাহ বাবা ! ওখানেও বিপ্লব হল নাকি! অভিনন্দন মি. প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য।”
অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ কিছু উল্লেখ না করে লিখেছেন, ‘কমলার বনবাস’।
সেখানে জয়ন্ত নামের একজন মন্তব্য করেছেন, ‘মজা নেন?’ ভক্তের উত্তরে বিজরী বরকতউল্লাহ লিখেছেন, “কোথায় মজা নিলাম? আমেরিকায় কে জিতল না জিতল তাতে আমাদের কিচ্ছু যাবে-আসবে না। ওদের পররাষ্ট্রনীতি একই থাকবে সব সময়। ওরা নিজেদের দেশের স্বার্থের বাইরে কিছুই দেখবে না।”
ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনিও মজার ছলেই লিখেছেন, “ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার একটা মিল আছে। তাই তাকে ভাল্লাগে। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প (মডেল)। তিনি এ দেশে যে ভিসায় থাকেন, আমিও সে ভিসায় থাকি।”
যুক্তরাষ্ট্রে থাকা অভিনেতা শামীম শাহেদ ‘তিনি আবার করে দেখিয়েছেন’ লেখা একটি নিউজ কার্ড পোস্ট করে লিখেছেন, “আমেরিকার বিরুদ্ধে যে যত কথাই বলেন না কেন, অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে!”
দেশের পরিচালকদের অনেকেই ট্রাম্পের বিজয় নিয়ে পোস্ট করেছেন।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় থাকেন পরিচালক হিমু আকরাম। ডনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন তিনি। ভোট দিয়ে তিনি লিখেছেন, “আমি যুদ্ধ পছন্দ করি না। তাছাড়া আমেরিকার অর্থনীতি ঠিক করার জন্য ট্রাম্পকে প্রয়োজন।”
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, “আমেরিকানরা নারীবাদ নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, অথচ তারাই কখনো নারী নেতৃত্ব চায় না, কী সার্কাস।”