Published : 20 Feb 2025, 10:31 AM
দুরন্ত টিভিতে দেখা যাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’।
নাটকটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। এতে অভিনয় করেছেন সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও ঋদ্ধি।
এক বিজ্ঞপ্তিতে দুরন্ত জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় ও সন্ধ্যা ৬টায় প্রচার হবে নাটক ‘ঝুটুম পাখির কথা’।
নাটকের গল্পে দেখা যাবে, ছোট্ট শিশু পিউর পাখি পোষার খুব শখ। বাসায় তার অনেকগুলি পাখি আছে। কিন্তু পাখিদের ভাষা সে বোঝে না বলে তার মন খারাপ হয়। তাই তার আবদারে মা-বাবা তাকে একটা টিয়া পাখি কিনে দেয়। বাড়ি ফিরে শুরু হয় টিয়াকে কথা শেখানোর প্রাণান্তকর প্রচেষ্টা। টিয়া পাখিকে ভাষা শেখানোর এমন চেষ্টার গল্পই দেখা যাবে নাটকটিতে।
নাটকটি নিয়ে নির্মাতা শিপন বলেন, "ভাষা দিবসের বিশেষ নাটকের গল্প হিসেবে এটিকে আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। শিশু-কিশোরদের কাছে ভাষার প্রতি ভালোবাসার গল্প পৌঁছাতে আমাদের এই প্রচেষ্টা।“
নির্মাতার প্রত্যাশা দর্শকরা এই বিশেষ দিনে নাটকটি উপভোগ করবেন।