২০০০ সালে প্রিয়াঙ্কা যখন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন, সেখানে একজন বিশেষ বিচারক ছিলেন শাহরুখ খান।
Published : 21 May 2024, 02:17 PM
বলিউডি অভিনয় শিল্পী শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জনে এক সময় উত্তাল হয়েছিল ইন্ডাস্ট্রি। পরে ‘নোংরা রাজনীতির’ শিকার হয়ে ইন্ডাস্ট্রিতো বটেই, দেশও ছাড়তে হয়েছিল বলে প্রিয়াঙ্কার ভাষ্য। তবে সেসব ঘটনার আরো আগেই শাহরুখ জানতে চেয়েছিলেন, প্রিয়াঙ্কার পছন্দের পাত্র কেমন হবে।
বলিউডলাইফ ডটকম লিখেছে, ২০০০ সালে প্রিয়াঙ্কা যখন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিলেন, সেখানে একজন বিশেষ বিচারক ছিলেন শাহরুখ খান।
কোনো একটি ধাপে প্রিয়াঙ্কাকে দেখে শাহরুখ রসিকতা করে বলেন, “সুন্দরীদের সামনে আমি বরাবরই দুর্বল হয়ে পড়ি।“
প্রশ্নের পালা এলে শাহরুখ বলেন, “ধরো তোমাকে যদি বিয়ের পাত্র হিসেবে ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন, বা কোনো ধনকুবের ব্যবসায়ী অথবা আমার মত কোনো অভিনেতাকে বেছে নিতে বলা হয়, তখন তুমি কাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবে?”
প্রিয়াঙ্কা বেশি ভাবনাচিন্তা না করেই আজহারউদ্দিনের নাম বলেন।
কিন্তু পাত্র হিসেবে আজহারউদ্দিনকেই কেন বেছে নেবেন? প্রিয়াঙ্কা বলেন, “তিনি একজন মহান খেলোয়াড়। কোনো ম্যাচ জিতে তিনি যখন বাড়ি ফিরবেন, আমি তাকে বলব, পুরো দেশবাসীর মত আমিও তোমার জন্য গর্বিত। আমার বিচারে আজহারউদ্দিন একজন বলিষ্ঠ নেতা, যিনি টিমকে গড়ে তুলতে জানতেন।”
ওই সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন অভিনেত্রী।
তার পরপরই একটি তামিল সিনেমা করেন প্রিয়াঙ্কা। ২০০৩ সালে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার।
এর পরের অধ্যায়ে একের পর এক সিনেমায় অভিনয় করেছেন দীপিকা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুই বার। কিন্তু বিপত্তি বাঁধে শাহরুখের সঙ্গে ‘ডন’ সিনেমায় অভিনয় করার পর। এক সময়ে হিন্দি সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন তিনি।
প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার কারণ নিয়ে অনেক বছর ধরে বহু জল্পনা কল্পনা হয়েছে। আর সেসব আলোচনায় বারবার এসেছে শাহরুখের নাম।
‘ডন’ সিনেমা করে শাহরুখ-প্রিয়াঙ্কা ‘ভালো’ বন্ধু বনে গিয়েছিলেন। এরপর ‘ডন ২’ মুক্তির পর ভারতীয় সংবাদমাধ্যমে দুজনের সম্পর্কের ‘নতুন দিকের’ খবর ছড়ায়। প্রিয়াঙ্কা তখন শাহরুখের স্ত্রী গৌরী খানের ‘বিরাগভাজন’ হয়েছেন বলে খবর আসে।
সে সময় স্ত্রীকে শান্ত করতে গিয়ে শাহরুখ নাকি কথা দিয়েছিলেন, আর কোনো কাজ তিনি করবেন না প্রিয়াঙ্কার সঙ্গে। এরপর কাজ কমে যাওয়ায় প্রিয়াঙ্কাও বলিউড ছেড়ে পাড়ি জমান হলিউডে।
পরে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “ইন্ডাস্ট্রিতে (বলিউড) আমাকে একটা সময় কোনঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে সিনেমায় নেওয়া হচ্ছিল না। আমার অভিনয় হয় না, এমনটা বলা হচ্ছিল।
“এই রাজনীতিতে আমি ভীষণ তিক্ত হয়ে পড়েছিলাম। তখন আমার মনে হয়েছিল, একটা বিরতি নিই।”
২০১৫ সালে আমেরিকান টিভি সিরিজ কোয়ান্টিকোতে অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। ২০১৮ সালে আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করেন। এরই মধ্যে মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। কয়েক বছর আগে নিউ ইয়র্কে রেস্তোরাঁ খুলেছেন তিনি।
তবে গত ১৩ বছরে শাহরুখের সঙ্গে আর কোনো সিনেমায় প্রিয়াঙ্কাকে পাওয়া যায়নি।