অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শ’খানেক নাট্যকার, পরিচালক, শিল্পী, কলাকুশলী, সাংবাদিকসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বরা।
Published : 15 May 2024, 09:59 PM
টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটির (২০২৪-২৬) অভিষেক অনুষ্ঠান হয়ে গেল।
ঢাকার একটি হোটেলে মঙ্গলবার ওই অনুষ্ঠানে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংঘের আজীবন সদস্য নাট্যকার মামুনুর রশিদ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর দেওয়া হয়।
নতুন এই কমিটির ৬ জন উপদেষ্টা হলেন- আবুল হায়াত, অধ্যাপক সৈয়দ মনজরুল ইসলাম, হারুন রশীদ, মাসুম রেজা, বৃন্দাবন দাস, শিহাব শাহীন।
টেলিভিশন নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটির (২০২৪-২৬) সভাসদরা হলেন- সভাপতি এজাজ মুন্না; সহ-সভাপতি পান্থ শাহরিয়ার, শফিকুর রহমান শান্তনু, মোস্তফা মনন; সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল; যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, টুকু মজনিউল, সাজিন আহমেদ বাবু; সাংগঠনিক সম্পাদক রাজীব মণি দাস; অর্থ সম্পাদক মনসুর রহমান চঞ্চল; প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আহসান; তথ্য প্রযুক্তি ও অনুষ্ঠান সম্পাদক এলিনা শাম্মি; আইন ও কল্যাণ সম্পাদক মানস পাল; দপ্তর সম্পাদক আফরিন জেসিকা; গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক জুয়েল কবির; কার্যনির্বাহী সদস্য ড. লিপি মনোয়ার, আহমেদ শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দীন সুমন, লিটু সাখাওয়াত।
অভিষেক অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এর সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি এজাজ মুন্না ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করে বলেন, “সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে গল্প বলার ধরন। নানা মাধ্যমে এখন নানা ভঙিতে গল্প বলা হয়। তাই আমাদের চিত্রনাট্যেও পরিবর্তন আনতে হবে।"
ওয়ার্কশপের আয়োজন করার খবর দিয়ে তিনি বলেন, “‘উৎকর্ষ সাধনে সচেষ্ট’ থাকবার মানসে আগামী ১ জুলাই থেকে নানা বিষয়ে সিরিজ ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছি। খ্যাতনামা স্ক্রিনরাইটার, টেলিভিশন, ফিল্ম, ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত থাকা প্রতিভাবান স্টোরি টেলার, ডায়লগ রচয়িতা, প্রডিউসার, প্রডাকশন ডিজাইনার সর্বোপরি প্লে-রাইটার এই ওয়ার্কশপে যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন। ভবিষ্যতে থাকবে এমন আরও আয়োজন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শ’খানেক নাট্যকার, পরিচালক, শিল্পী, কলাকুশলী, সাংবাদিকসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বরা।