২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভাইকিংস গাইবে 'লেজেন্ডস অব দ্য ডেকেড' শিরোনামের কনসার্টে।
Published : 20 Sep 2024, 10:50 AM
নব্বইয়ের জনপ্রিয় ব্যান্ড ‘ভাইকিংস’ দল প্রতিষ্ঠার ২৭ বছরে গান নিয়ে আসতে চলছে কনসার্টের মঞ্চে।
ঢাকায় 'লেজেন্ডস অব দ্য ডেকেড' শিরোনামের কনসার্টে ‘ভাইকিংস’কে মঞ্চ ভাগ করে নিতে দেখা যাবে ‘অর্থহীন’ ও পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’র সঙ্গে।
পূর্বাচলের ঢাকা অ্যারেনা ফিল্ডে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর।
গত আড়াই দশকের বেশি সময়ে ‘অপেক্ষা’, ‘ঈশ্বর’, ‘যদি’, ‘ভয়’ ও ‘জীবনের কোলাহল’র মত ‘ভাইকিংসের’ বহু গান জনপ্রিয় হয়েছে।
২৭ বছর উদযাপনের বিষয়টি নিয়ে গ্লিটজকে ‘ভাইকিংস’র ভোকালিস্ট তন্ময় তানসেন বলেন, "এই কনসার্টে আমাদের গানের কিছু বৈচিত্রতা থাকবে। পারফরমেন্সের ধরনেও কিছু চমক থাকবে। আমরা রেগুলার শো যেভাবে করি তার থেকে একটু ভিন্নতা থাকবে। সেভাবেই আমাদের পরিকল্পনা হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করছি।"
কি ধরনের গান গাওয়া হবে জানতে চাইলে তানসেন বলেন, "আমাদের পুরাতন গানগুলো যারা শুনতে চায় অনেক সময়, সময়ের অভাবে করা হয়ে ওঠে না। আশা করছি এই কনসার্টে আমাদের শ্রোতাদের একটা দারুণ সময় আমরা দিতে পারব।"
২৭ বছর পূর্তিতে মাসখানেক পর অ্যালবাম প্রকাশেরও পরিকল্পনা আছে এই ব্যান্ডটির।
তিনি বলেন, "এ বছর আমাদের রিপিট একটা অ্যালবাম রিলিজ হওয়ার কথা আছে। আমাদের সবগুলো অ্যালবাম থেকে আমরা নতুনটির জন্য ১২টি বাছাই করেছি। চলতি বছরের শেষে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে আছে।"
১৯৯৭ সালে রিপি ও বাবুকে নিয়ে গান দল করেছিলেন তানসেন। প্রথমদিকে তাদের সঙ্গে আরও ছিলেন সেতু চৌধুরী, সাইমন ও রজার।
লাইনআপে পরিবর্তন এসেছে বেশ কয়েকবার। আর ‘ভাইকিংস’ গঠনে দিক নির্দেশনা দিয়ে ভূমিকা রেখেছেন প্রয়াত গীতিকার কাওসার আহমেদ চৌধুরী।
ব্যান্ড গঠনের দুই বছর পরই ১৯৯৯ সালে ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় সেরা হয়েছিল ‘ভাইকিংস’।
বর্তমানে তাদের লাইনআপে রয়েছেন তন্ময় তানসেন (ভোকাল), শুভ (গিটার), আজমাইন আদিল (গিটার), জিয়াউদ্দিন সোপান (বেজ গিটার), মাহবুব চৌধুরী (কি-বোর্ড) ও সুশী (ড্রামস)।
এই কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন, জিরকোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপেরিয়েন্স।
এই কনসার্ট দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছে ব্যান্ড ‘অর্থহীন’। এই মঞ্চে ‘জাল’কেও পাওয়া যাবে দীর্ঘ ১৪ বছর পর।