বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রথম ওয়েব সিরিজও এসেছে ওটিটিতে।
Published : 08 Sep 2024, 08:40 PM
দেশের দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ অভিনীত দুটি সিরিজ চলতি সপ্তাহে দেখা যাচ্ছে ওটিটির পর্দায়।
এছাড়া বলিউডি অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রথম ওয়েব সিরিজও এসেছে ওটিটিতে।
দেশের দুই ওটিটি প্ল্যাটফর্মসহ চলতি সপ্তাহে নেটফ্লিক্স, প্রাইম ভিডিওতে যেসব সিরিজ ও সিনেমা প্রচার হচ্ছে সেসবের নাম জেনে নেওয়া যাক।
মেহজাবিন-রোহানের 'ফরগেট মি নট'
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে ওয়েব ফিল্ম 'ফরগেট মি নট'। রবিউল আলম রবির পরিচালনায় এই সিনেমার নায়িকা অর্থীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী এবং নায়ক ফাহিমের চরিত্রে এসেছেন ইয়াশ রোহান। প্রেম-বিচ্ছেদ এবং একটি মৃত্যুর গল্পে এগিয়ে গেছে সিনেমার গল্প। কিন্তু প্রেমের বাইরেও ফাহিম-অর্থীর জীবনে আসে নতুন মোড়। এতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও বিজরী বরকতউল্লাহ।
নার্স খুনের গল্প বিঞ্জে
বিঞ্জে দেখা যাচ্ছে ভিকি জাহেদের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি খোলা জানালা’। থ্রিলার এবং হরর মিশ্রণের এ সিনেমার দৈর্ঘ্য ৫০ মিনিট।
সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া। নারীকেন্দ্রিক এই গল্পে দেখা যাবে একের পর এক নার্স খুনের ঘটনা।
অনন্যার যাত্রা শুরু ওটিটিতে
'কল মি বে'র হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু হল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। প্রাইম ভিডিওতে শুক্রবার থেকে দেখা যাচ্ছে সিরিজটি, যা পরিচালনা করেছেন কলিন ডি’কুনহা।
এই সিরিজের গল্প একজন তরুণীকে নিয়ে। যে মেয়েটি বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। কিন্তু কিছু সমস্যায় পড়ে বাড়ি থেকে বেরিয়ে আসার পর মেয়েটি হাজির হয় মুম্বাইয়ে। সেখানে নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় মেয়েটিকে।
আট পর্বের এই সিরিজে আরও অভিনয় করেছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা, বরুণ সুদ, ভিহান সামাত, মুসকান জাফেরি, নীহারিকা লিরা দত্ত, লিসা মিশ্র, মিনি মাথুর।
নেটফ্লিক্সে 'দ্য পারফেক্ট কাপল'
এলিন হিল্ডারব্র্যান্ডের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে 'দ্য পারফেক্ট কাপল'। যুক্তরাষ্ট্রের ছয় পর্বের এই সিরিজে দেখা যাবে সমুদ্র তীরে ভেসে আসে একটি মৃতদেহ, যেখানে আয়োজন করা হয়েছিল শহরের একটি সম্ভ্রান্ত পরিবারের বিয়ের অনুষ্ঠানের। কিন্তু মৃতদেহ ভেসে আসার পর অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
এই সিরিজে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, লিভ শ্রেইবার, ইভ হিউসন এবং ইশান খট্টর। সুসান বিয়ার পরিচালিত এই সিরিজটি বৃহস্পতিবার থেকে নেটফ্লিক্সে চলছে।
অ্যাকশন-থ্রিলার গল্পের 'কিল'
রাঘব জুয়াল, তানিয়া মানিকতলা এবং লক্ষা অভিনীত ভারতীয় অ্যাকশন-থ্রিলার সিনেমা 'কিল'। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে এই সিনেমাটি এসেছে শুক্রবার।
নিখিল নাগেশ ভাট পরিচালিত ‘কিল’ গত ৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমার গল্পে দেখা যায়, ভারতীয় সেনাবাহিনীর কমান্ডো অফিসার অমিতকের প্রেমিকা হলেন তুলিকা নামের এক তরুণী। একদিন তুলিকা ট্রেনে চেপে রওনা হন দিল্লিতে। কিন্তু ওই ট্রেনে ডাকাত পড়ে। যে ঘটনা দুঃস্বপ্নের যাত্রায় পরিণত হয়।