ললিতা ডি সিলভা এক সময় ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিকে কোলেপিঠে করে বড় করেছেন।
Published : 29 Jul 2024, 08:25 PM
ভারতের হিন্দি সিনেমার তারকা দম্পতি সাইফ আলী খান এবং কারিনা কাপুরের ছেলেদের দেখাশোনা করা কর্মীর বেতন কি সত্যিই আড়াই লাখ রুপি?
সম্প্রতি এরকম একটি খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করে সংবাদমাধ্যমগুলো। হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ওই খবর ভুয়া।
কারিনা ও সাইফের দুই ছেলেকে দেখাশোনা করা মাঝবয়সী ওই নারীর নাম ললিতা ডি সিলভা। এক সময় তিনি ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিকে কোলেপিঠে করে বড় করেছেন।
সিলভা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, পতৌদি নবাব পরিবারের কাছে আড়াই লাখ রুপি বেতন নেওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের তথ্য কীভাবে ছড়াল তা নিয়ে তিনি বিস্মিত।
রসিকতা করে সিলভা বলেন, “কত টাকা? আড়াই লাখ! সত্যিই যদি পেতাম এত টাকা! এগুলো সব গুজব ছাড়া আর কিছুই নয়।”
সিলভা বলছেন, করিনা কাপুরকে তিনি পারিশ্রমিকের গুঞ্জনের কথাটা বলেছিলেনদ সেটা শুনে অভিনেত্রী তাকে এসবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সন্তান মানুষ করার বিষয়ে কারিনার ভূমিকার প্রশংসা করেন ললিতা ডি সিলভা। তিনি বলেন, “ম্যাডাম (কারিনা কাপুর) ছেলেদের চোখের আড়াল করতে চান না। শুটিংয়ে বেশি ঝামেলা না থাকলে তিনি ওদের সেটেও নিয়ে যান, সঙ্গে যাই আমি। কাজের বিরতির সময় আমরা সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করি।”
সাইফ-কারিনার বড় ছেলে তৈমুর আলী খানের বয়স এখন সাত বছর। ছোট ছেলে জাহাঙ্গীর আলী খান, তার ডাকনাম জেহ। এখন তার বয়স তিন বছর।
কারিনা বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে বলেছেন, দুই ছেলেকে নিয়ে কতটা নাজেহাল তারা। একসঙ্গে সন্তান বড় করা আর ক্যারিয়ার ঠিক রাখতে গিয়ে নাভিশ্বাস উঠে গেছে স্বামী-স্ত্রীর।
“ছেলেদের সবকিছু বোঝাতে, তাদের মারামারি থামিয়ে সহঅবস্থানে নিয়ে আসতেই প্রায় দিন চলে যায়। দুই ভাইয়ের অনেক মিল আছে। কিন্তু যত ঝামেলার শুরু হয় তৈমুর যখন তার ছোট ভাইয়ের ওপর খবরদারি করতে শুরু করে। জেহও ভাইয়ের কথা মেনে নেওয়ার পাত্র না।”