অভিজিৎ বলেন, “অভিনেতা অভিনেত্রীদের সফলতায় সিনেমার সংগীত শিল্পীদের অবদান অনেকখানি।”
Published : 30 Jun 2024, 10:01 PM
হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হত গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরে শাহরুখের গানে এই গায়ক অনুপস্থিত। এবার অভিজিৎ জানালেন, কিং খানের সঙ্গে মনোমালিন্যের জের ধরে তাকে ‘রাজনীতির বলি’ হতে হয়েছে ইন্ডাস্ট্রিতে।
পিংকভিলার সঙ্গে সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে তার সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলেছেন অভিজিৎ।
তিনি বলেন, “সংগীত পরিচালকরা যখন শাহরুখের সিনেমা হাতে পেতেন, তখন সেই কাজে আমার আর সুযোগ হত না। তা আমি সেই পরিচালকদের যত ঘনিষ্ঠই হই না কেন।”
‘চালতে চালতে’, ‘ইয়েস বস’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ এবং ‘বাদশা'সহ আরো একগুচ্ছ সিনেমায় শাহরুখ খান ঠোঁট মিলিয়েছেন অভিজিতের গানে। দুজনের ঝামেলার সূত্রপাত ‘ম্যায় হু না’ সিনেমা দিয়ে।
অভিজিতের অভিযোগ ছিল, এই সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি যথার্থ সম্মানিত হননি। ‘অপমানিতবোধ’ করা গায়ক অভিজিৎ ‘ম্যায় হু না’ সিনেমা মুক্তির পর সংবাদ সম্মেলনও ডেকেছিলেন।
সেখানে তিনি বলেছিলেন, তার গানই শাহরুখকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে। তবে এরপর থেকে বলিউড নায়কদের জন্য চিন্তাভাবনা করে তিনি গাইবেন বলেও জানান।
এরপর থেকে শাহরুখের সঙ্গে অভিজিতের টানাপড়েন শুরু এবং গায়কের সরাসরি অভিযোগ, শাহরুখের জন্য ইন্ডাস্ট্রিতে তার ভালো সিনেমায় কাজের সংখ্যা কমতে থাকে।
“কী হচ্ছে আমরা দুজনেই ভালো করে জানি। আমি যদি তার কাছে এখন যাই, তার থেকে বয়সে ৬-৭ বছরের বড় হওয়ার সুবাদে বলতেই পারি, অনেক হয়েছে এসব থাক, তুমি একজন তারকা, আর তাই থাকবে। কিন্তু আমি যদি সিনেমায় আসি, তাহলে আমাকেও গুরুত্ব দিতে হবে। কিন্তু তা কি করে হয়! ও জানে আমি মনে আঘাত পেয়েছি।”
অভিজিতের আক্ষেপ সিনেমার টাইটেল কার্ডে গায়ক গায়িকার নাম আসে সবার শেষে, যখন দর্শকরা হল ছেড়ে বেরিয়ে যায় তখন।
“এদিকে অভিনেতা অভিনেত্রীদের সফলতায় সিনেমার সংগীত শিল্পীদের অবদান অনেকখানি।”