Published : 25 Mar 2025, 08:11 PM
কলেজ জীবনের তীব্র প্রেম এবং সেই ভালোবাসাকে সঞ্চয় করে পৃথিবীর সব বাধা টপকে যাওয়ার গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘অবুঝ প্রেম’।
মুহাম্মদ মিফতাহ আনানের চিত্রনাট্য ও নির্মাণে নাটকে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা।
সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি। ফুয়াদ বিন আলমগীরের সিনেমাটোগ্রাফিতে এই নাটকে দুটি ভিন্ন লুক ও চরিত্রে হাজির হবেন রোহান ও নিহা।
প্রযোজনা প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে নির্মাতা মিফতাহ জানিয়েছেন, ‘অবুঝ প্রেম’ নাটকে দুটি চ্যালেঞ্জিং অংশ ছিল। একটি কলেজ জীবনের গেটআপ অন্যটি কারাগার ও পাগলাগারদের গেটআপ ও মেকআপ। অভিনয় দিয়ে দুটো চ্যালেঞ্জই শতভাগ উতরে গেছেন নাটকের অভিনয়শিল্পী রোহান ও নিহা।
নাটকের গল্প নিয়ে নির্মাতা বলেন, "এটি শতভাগ খাঁটি প্রেমের একটি গল্প। যেখানে প্রেম আছে এবং পাল্লা দিয়ে থাকছে বিরহও।"
‘অবুঝ প্রেম’ নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়নাল জ্যাকসহ কয়েকজন।
এবার ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রায় ২০টি নাটক আসছে, যা প্রচার শুরু হবে ঈদের আগের রাত থেকে।