মনীষা বলেন, “কখনো কখনো মনে হয়, সমস্যাটা আমারই।”
Published : 12 Jul 2024, 04:04 PM
ক্যান্সারকে পরাজিত করে অভিনয়ে ফেরা হিন্দি সিনেমার অভিনেত্রী মনীষা কৈরালার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল বেড়েছে তার অনুরাগীদের। মনীষা ফের বিয়ে করবেন কি না, তা নিয়ে গুঞ্জন চলছে। এক সাক্ষাৎকারে মনীষা সেই গুঞ্জন বন্ধ করতে সরাসরি উত্তর দিয়েছেন।
আনন্দবাজার লিখেছে, এ অভিনেত্রী দ্বিতীয় বিয়ে করতে নারাজ। এমনকি কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেও আর আগ্রহী নন।
সাক্ষাৎকারে মনীষা বলেন, “মাঝেমধ্যে ভাবি, আমি সব সময় ভুল মানুষের প্রেমেই কেন পড়ি! কখনো কখনো মনে হয়, সমস্যাটা আমারই। কারণ, খুঁজে খুঁজে সেই সব মানুষের প্রতিই আকৃষ্ট হই, যাদের জীবনে একাধিক সমস্যা। তাই আমি আমার সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করছি। আমি একা আছি। আপাতত অন্য কারো সঙ্গে নিজেকে যুক্ত করার ইচ্ছা নাই।”
২০১০ সালে নেপালের ব্যবসায়ী সম্রাট দহলের সঙ্গে বিয়ে হয় মনীষার। মাত্র দুই বছর ঘর করে ২০১২ সালে সাংসারিক জীব্ন থেকে বিচ্ছেদ নন মনীষা।
ওই বছরই জরায়ুর ক্যানসারে আক্রান্ত হন মনীষা। নিউ ইয়র্কে তার চিকিৎসা হয়। শারীরিক অসুস্থতার জন্য কাজ কমিয়ে দেওয়ায় মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন। এই অভিনেত্রীর ভাষ্য, তার দুঃসময়ে পরিবারের সদস্যরাও পাশে থাকেননি।
ওই পরিস্থিতি থেকে ক্যান্সার জয় করে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ সিরিজ দিয়ে অভিনয়ে ফেরাকে ‘দ্বিতীয় জীবন’ হিসেবে বর্ণনা করেছেন মনীষা।