সৃষ্টির আনন্দ থিয়েটারে: রাকিবুল হক

কয়েকটি নাটক নির্দেশনা দিয়ে অল্প সময়েই মঞ্চে নিজের জায়গা করে নিয়েছেন খন্দকার রাকিবুল হক। তার নির্দেশনায় মঞ্চস্থ ‘নিমজ্জন’, ‘আগুনপাখি’, ‘চাকা’, ‘অ্যাক্সিডেন্টাল ডেথ অফ অ্যান এনার্কিস্ট’, ‘বনপাংশুল’ কুড়িয়েছে প্রশংসা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে এখন কর্মযজ্ঞে নামার অপেক্ষায় তিনি। নিজের নাট্যভাবনা নিয়ে বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে।

নাবিলা আফসারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2023, 06:57 AM
Updated : 24 Feb 2023, 06:57 AM

শিল্প মাধ্যম হিসেবে মঞ্চ নাটককেই কেন বেছে নিলেন?

থিয়েটারে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেছি, অন্য কোনো মাধ্যমে ততটা করিনি। অন্য কিছু স্বস্তিদায়ক হলে সেটিকে প্রকাশের মাধ্যম হিসাবে বেছে নিতে দ্বিধাবোধ করব না। তবে এখনও কেবল থিয়েটারকে নিয়েই ভাবছি। সৃষ্টির আনন্দ পেতে চাই থিয়েটারের মধ্যদিয়ে, নাটকের ভাষায়।

আপনার নির্দেশনার অন্তর্নিহিত কোনো উদ্দেশ্য আছে কি? নাটকের মধ্য দিয়ে কোনো বিশেষ বার্তা কি দিতে চান? 

নিজেকে একজন শিল্পী ভাবতে চাওয়া আমি, নাটক মঞ্চায়নের মধ্যদিয়েই নিজের প্রকাশ ঘটাতে চাই, ঘটাই। এর পেছনে যে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য নেই তা বলব না। তবে সরাসরি কোনো বক্তব্যের মধ্যদিয়ে নিজের কাজকে সীমাবদ্ধ করতে চাই না। দর্শক যেন স্বাধীনভাবে রস আস্বাদনের সুযোগ পায়, সেই চেষ্টাই থাকে। তাতে স্ক্রিপ্টগুলো সচেতনভাবে বেছে নেওয়া আমরা কাজ। যেখানে বিনোদনের পাশাপাশি সমাজ ও রাজনীতি সচেতনতাও প্রাধান্য পায়৷ বাকিটা দর্শকের হাতে।

বাংলাদেশের বর্তমান সময়ের নাট্যচর্চা নিয়ে আপনার মূল্যায়ন কী?

বর্তমানে মঞ্চ নাটক অনেক বেশি ব্যক্তিসংকটমুখী৷ এটা একদিক দিয়ে ভালো৷ আধুনিক সময়ে এমন অনেক সংকটের মুখোমুখি আমরা দাঁড়াচ্ছি, যার সমাধান আমরা অতীতে সন্ধান করিনি৷ সেই সকল সংকট নিয়ে নাটক নির্মাণ আমাদেরকে সময়ের সাথে অগ্রসর হবার পথ দেখাচ্ছে৷ গ্রুপ থিয়েটার চর্চার থেকে রেপার্টরি নাট্য নির্মাণের দিকেও আমাদের ঝোঁক এখন বেশি৷ এর ফলে থিয়েটারে অদূর ভবিষ্যতেই পেশাদারী চর্চার যোগসাজশ হতে পারে বলে আমি আশাবাদী৷

নির্দেশনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ফর্ম মানেন কি?

পাণ্ডুলিপির ডিমান্ড অনুযায়ী আমি আমার নির্দেশনা পদ্ধতি নির্বাচন করি৷ কোনো সুনির্দিষ্ট রীতির প্রতি আমি অনুরক্ত নই৷ তবে, বর্ণনাত্মক বাংলা নাট্য রীতিতে নাটক নির্মাণে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি৷

মানুষ কেন নাটক দেখবে?

মানুষ বিনোদিত হবে, কখনও থমকে গিয়ে নিজের মুখোমুখি দাঁড়াবে, ভাববে। তবে আমি মনে করি, নাটকে সবসময় ভারী ভারী বিশেষণ যুক্ত করে সাধারণ জনগণকে থিয়েটার থেকে বিযুক্ত করা ঠিক নয়৷ নাটক দেখতে বিশেষ প্রস্তুতি নিয়ে আসার বাধ্যবাধকতা থাকে, দর্শক স্বতঃস্ফুর্তভাবে থিয়েটারমুখী হবে না। আমার মতে, থিয়েটার এমন এক শিল্প মাধ্যম, যেখানে বহুবিধ শিল্পের সমন্বয় ঘটে এবং শিল্পের উৎকর্ষ সাধিত হয়।

নাটকের অনুপ্রেরণা পেলেন কোথায়? নাটক নিয়ে পড়ছেন, নির্দেশনাও দিচ্ছেন। কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন?

স্কুলে পড়া অবস্থায় আবৃত্তি, বক্তৃতা এসবের সঙ্গে যুক্ত থাকার ফলে শিল্পের প্রতি অনুরক্ত ছিলাম। ‘ফুলকি’ নামক একটি শিশু নাট্য সংগঠনে বিপ্লব বালার নির্দেশনায় ‘তোতাকাহিনী’ নাটকের মধ্য দিয়ে আমার নাটকের হাতে খড়ি ঘটে৷ একসময় নাটককে প্রাতিষ্ঠানিক শিক্ষা হিসেবে বেছে নিতে চাইলে, প্রাথমিকভাবে পরিবার, আত্মীয়-স্বজন সকলেই সেটার বিরোধিতা করে। যদিও পরবর্তীকালে ঘনিষ্ঠজনদের কাছে নিজেকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। তবে অনেকের প্রতিই আমার কৃতজ্ঞতা রয়েছে। নির্দেশনায় এসে আমার শিক্ষকমন্ডলী, পরিবার, সহপাঠী, সহকর্মী, অগ্রজ-অনুজ সকলেরই অকুণ্ঠ সাহায্য ও অনুপ্রেরণা পেয়েছি৷ এটা নিঃসন্দেহে আমাকে নির্দেশক হয়ে উঠবার প্রেরণা দিয়ে যাচ্ছে৷

সমসাময়িক নাট্য-নির্দেশকদের মাঝে কার নির্দেশনা ভালো লাগে?

বর্তমান সময়ে যারা নির্দেশনা দিচ্ছেন তাদের মধ্যে আমার শিক্ষক রেজা আরিফের নির্দেশনা আমাকে মুগ্ধ করে৷ এছাড়া ইউসুফ হাসান অর্ক, বাকার বকুল, ইংল্যান্ডের থিয়েটার ডিরেক্টর জেমস চার্লস ডেক্রে ও তুরস্কের থিয়েটার ডিরেক্টর মেহমেত এরগন আমার পছন্দের নির্দেশক।

পেশা হিসেবে কি নাটককেই বেছে নিতে চান?

মঞ্চে নাট্য নির্মাণের সাথে যুক্ত থাকতে চাই৷ তবে পেশা হিসেবে তা অনুকূল হবে না। কারণ বর্তমানে শুধু থিয়েটারে সম্পৃক্ত থেকে জীবন ও জীবিকার জোগান দেওয়া সম্ভব নয়। তাই গবেষণা ও শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকবার আগ্রহ আছে৷

নাটক নিয়ে নতুন কী ভাবছেন?

আমার নির্দেশিত ‘অ্যাক্সিডেন্টাল ডেথ অফ অ্যান এনার্কিস্ট’ ও ‘আগুনপাখি’ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হচ্ছে। নতুন নাটক নিয়ে এখনও কিছু বলতে পারছি না। তবে বেশ কয়েকটি স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। সেগুলো মঞ্চে আনবার উপযোগী হয়ে উঠলেই জানতে পারবেন৷