সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৪ মে। এতে জুটি বেঁধেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া।
Published : 20 May 2024, 11:41 AM
একজন নারীর পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে সিনেমা বানিয়েছেন শফিকুল আলম। সিনেমার নাম ‘সুস্বাগতম’। এতে জুটি বেঁধেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া।
সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৪ মে। সেজন্য সব প্রস্তুটি সারা হয়েছে জানিয়ে নির্মাতা বলেন, মাসখানেক আগে তার সিনেমা সেন্সর ছাড়পত্রও পেয়েছে।
“১৫ মে পোস্টার ও টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার প্রচার। দুই দিন আগেই ট্রেইলার মুক্তি পেয়েছে। দর্শক পছন্দ করছে।"
সিনেমার প্রচারে শফিকুল নিজে ব্যস্ত সময় পার করলেও অভিনয়শিল্পীদের সাড়া পাচ্ছেন না, যা নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে তার।
গ্লিটজকে এ নির্মাতা বলেন, "মুক্তির তারিখ জানানোর পরও সিনেমার অভিনয়শিল্পী একজনকেও পাওয়া যাচ্ছে না। নিরব ও স্পর্শিয়ার সঙ্গে আমি অনেকবার যোগাযোগ করেছি, জানিয়েছি। তারা একজনও আসেনি। ভিডিও বার্তা চেয়েছি দেয়নি। পোস্টার, ট্রেইলার পাঠিয়েছি কোনো সাড়া পাইনি।
“কেন এমন আচরণ করছেন, সেটাও আমাদের জানাননি। আমি একাই প্রচার চালাচ্ছি, তাদের জন্য তো সিনেমা মুক্তি আটকে থাকবে না।"
সিনেমার প্রচারে কেন নেই, সেই প্রশ্ন করতে স্পর্শিয়াকে একাধিকবার ফোন করেছে গ্লিটজ। তিনি ধরেননি। আর নিরব বলেছেন, তিনি ‘মিটিংয়ে আছেন’, পরে কথা বলবেন।
সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, " রহিমন গ্রামের মেয়ে, তার অনেক বড় হওয়ার স্বপ্ন। একসময় তাদের গ্রামে বিমান দুর্ঘটনায় এক পাইলট এসে পড়ে। রহিমন পাইলটকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। বিমান কীভাবে ওড়ে, কীভাবে তৈরি করা হয়, সব ধরনের জ্ঞান সে ওই পাইলটের কাছ থেকে নেয়।
“এরপর সে পাইলট হতে চায়। একটি বিমানকে সে মেরামত করে। তবে কিছুক্ষণ ওড়ার পর সেটি পানিতে পড়ে যায়। স্বপ্ন পূরণ হওয়ার আগেই রহিমন মারা যায়। কিন্তু তার মেয়ে মায়ের স্বপ্ন পূরণ করে। তেমনই একজন নারীর পাইলট হওয়ার স্বপ্ন ঘিরে এগিয়ে যায় ছবির গল্প।"
সুস্বাগতম সিনেমায় মা ও মেয়ে দুটি চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। চরিত্র দুটির নাম রহিমন ও করিমন। অন্যদিকে হাসান চরিত্রে অভিনয় করেছেন নিরব। যুবক ও বৃদ্ধ দুই বয়সের চরিত্রেই দেখা যাবে তাকে।
সুস্বাগতম সিনেমায় আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, মাহমুদুল হাসান মিঠু, আয়েশ, মারুফ আকিব ও অলোকা সরকার।