পোস্টার-টিজার দিয়েই ঈদের সিনেমা ‘দেয়ালের দেশ’কে আলোচনায় এনেছিলেন শবনম বুবলী ও শারীফুল রাজ। এবার এই সিনেমার ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ গানটি তুলে ধরল দুই অভিনয় শিল্পীর রসায়ন। গানে গানে কখনো পাবলিক বাসে, কখনো রাস্তায় আবার কখনো নদীর ধারে ভালোবাসা ছড়িয়েছেন এই জুটি। রোহিত সাধু খানের কথায় সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। গানটি গেয়েছেন মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি। সরকারি অনুদানে নির্মাতা মিশুক মনি নির্মাণ করেছেন ‘দেয়ালের দেশ’। সিনেমায় রাজ, বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা।
Published : 31 Mar 2024, 06:42 PM