২৮ বছর ধরে বাংলাদেশ পথনাটক পরিষদের এ আয়োজন চলে আসছে।
Published : 08 Oct 2022, 10:47 PM
‘সম্প্রীতির সংস্কৃতি আনবেই মুক্তি’ স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে শীতকালীন পথনাটক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ।
শনিবার বিকালে এ আয়োজন উদ্বোধন করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, “সামাজিক অসঙ্গতি, অন্যায়, অবিচার, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে গণমানুষের মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে পথনাটক। ’৭৫ পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে পথনাটক সম্মুখে থেকে লড়াই করেছে।”
২৮ বছর ধরে বাংলাদেশ পথনাটক পরিষদ নিয়মিতভাবে 'শীতকালীন মৌসুমী পথনাটক কর্মসূচি' বাস্তবায়ন করে আসছে জানিয়ে তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফে পথনাটক পরিষদের সব ধরনের কার্যক্রমে সহযোগিতার হাত প্রসারিত থাকবে।
উদ্বোধনী দিনে পথনাটক পরিবেশন করে ঢাকা পদাতিক, নাট্যযোদ্ধা ও নাটনন্দন নাট্যদল।
শীত মৌসুমে এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে পরিষদের তরফে জানানো হয়েছে।
পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, পথনাটক পরিষদের সহসভাপতি ড. রতন সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন ও মীর জাহিদ হাসান। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস।
শুভেচ্ছা বক্তব্য দেন শীতকালীন পথনাটক কর্মসূচির আহ্বায়ক মো. শাহনেওয়াজ।