ওটিটির এই যুগে প্রায় সবাই ঝুঁকছে ডিজিটাল প্লাটফর্মের দিকে। এই সপ্তাহেও বলিউড, হলিউডের বেশ কিছু সিনেমা, সিরিজ ওটিটিতে যুক্ত হয়েছে।
Published : 13 Apr 2024, 04:36 PM
ঈদ ও নববর্ষ মিলিয়ে দীর্ঘ এই ছুটির দিনগুলো উপভোগ করতে পারেন নানাভাবে। পরিবার নিয়ে ঘোরাঘুরি, ভ্রমণ তো আছেই। তবে বেশিরভাগ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা। ওটিটির এই সময়ে সিনেমা দেখা এখন আরো অনেক বেশি সহজ। ঘরে বসে মুঠোফোন বা ল্যাপটপে ওটিটিতে সিরিজ, সিনেমা দেখতে পছন্দ করেন অনেকে।
এই সপ্তাহেও বলিউড, হলিউডের বেশকিছু সিনেমা আর সিরিজ ওটিটিতে যুক্ত হয়েছে। চলুন একটু ঢুঁ মেরে আসা যাক ওটিটির জগৎ থেকে।
‘অমর সিং চমকিলা’
১২ এপ্রিল নেটফ্লিক্সে রিলিজ হয়েছে ইমতিয়াজ আলীর নতুন সিনেমা ‘অমর সিং চমকিলা’। প্রয়াত পাঞ্জাবের জনপ্রিয় সংগীতশিল্পী অমর সিং চমকিলার জীবনী নিয়ে নির্মিত এই ছবি। ট্রেলার এবং গান রিলিজের পরেই আলোচনায় চলে আসে ছবিটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে এবং তার স্ত্রী অমরজ্যোত কৌরের ভূমিকায় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
‘শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে’
অনেকটা গোয়েন্দা ধাঁচের গল্পের সিনেমা ‘শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে’। পরিচালক দেবালয় ভট্টাচার্যের এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। সিনেমায় দেখা যাবে শহরকে ভয়ংকর বাদামি হায়নার কবল থেকে বাঁচানোর দায়িত্ব এসে পড়ে আবির চ্যাটার্জির কাঁধে। আবির তা গ্রহণে প্রথমে অস্বীকার করেন। কিন্তু পরে কীভাবে এই দায়িত্বে জড়িয়ে পড়েন, তা নিয়েই এই ছবি। ১২ এপ্রিল হইচইয়ে মুক্তি পেয়েছে এই ছবি। অন্যসব গোয়েন্দা গল্প থেকে একটু ভিন্ন ধাঁচের এই সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসা কুড়িয়েছে।
‘প্রেমালু’
দক্ষিণী সিনেমা, বিশেষত মালয়ালম সিনেমা এখন ওটিটির দৌলতে পৌঁছে গেছে পৃথিবীর সবপ্রান্তে। গত ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটি ১৩৬ কোটির রুপি আয় করে।
গিরিশ এ ডি নির্মিত ছবিটি ওটিটির স্বত্ব ডিজনি প্লাস হটস্টার কিনে নিয়েছিল। এরপর থেকেই সিনেমাটি ওটিটিতে মুক্তির অপেক্ষা করছিল দর্শক। গেল ১২ এপ্রিল থেকে ওটিটিতে মালয়ালম ছাড়াও তামিল ও হিন্দি ভাষায়ও এটি দেখা যাচ্ছে।
কমেডি ঘরানার ‘প্রেমালু’ ছবির গল্প-চিত্রনাট্য লিখেছেন নির্মাতা গিরিশ এ ডি এবং কিরণ জোসি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসলেন কে. গফুর, মাথু থমাস, মামিতা বাইজু, শ্যাম মোহন, সংগীত প্রতাপ প্রমুখ।
‘দ্য হাইজ্যাকিং অব ফ্লাইট ৬০১’
বাস্তব ঘটনা অবলম্বনে নেটফ্লিক্সের জন্য নির্মিত হয়েছে সিরিজটি। থ্রিলারধর্মী সিরিজ ১৯৭০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে দেখানো হয়েছে দুজন সশস্ত্র ব্যক্তি একটি বিমান ছিনতাই করে এবং কলম্বিয়ার সরকার তাদের শর্ত পূরণ না করলে তা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
সিরিজটি নির্মাণ করেছেন পাবলো গঞ্জালেজ ও সিএস প্রিন্স। এতে অভিনয় করেছেন মনিকা লোপেরা, অ্যাঞ্জেলা ক্যানো, ক্রিশ্চিয়ান তাপ্পান। ১০ এপ্রিল থেকে দেখা যাচ্ছে সিরিজটি।
‘অ্যাজ দ্য ক্রো ফ্লাইস সিজন ৩’
বিশ্বব্যাপী তুর্কির টেলিভিশন শো-এর জনপ্রিয়তা নতুন নয়। টার্কিশ ড্রামা ‘অ্যাজ দ্য ক্রো ফ্লাইস সিজন ৩’ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। ১১ এপ্রিল থেকে স্ট্রিমিং হচ্ছে সিরিজটি।
টিভি অ্যাঙ্কর লালে কিরান এবং তার এক পাগল ভক্ত আসলি টুনাকে ঘিরে আবর্তিত হয়েছে সিরিজটি। এটি নির্মাণ করেছেন মেরিচ অ্যাসেমি।
সিরিজে অভিনয় করেছেন বিরস অ্যাকালই, মিরই ড্যানার, ইব্রাহিম সেলিক্কোল, ইরেম সাকসহ আরও বেশ কয়েকজন।