পরিচালকের বিশ্বাস নতুন ধরনের এই থ্রিলার গল্পটা ভালো লাগবে দর্শকদের।
Published : 10 Oct 2023, 12:04 PM
অদ্ভুত ঘটনা! যার ছবি আঁকছেন ‘পিকাসো’ তিনিই মারা যাচ্ছেন। না, এই শিল্পী সত্যিকারের পিকাসো নন। তার নাম পলাশ মুখোপাধ্যায়। তিনি দুজনের ছবি আঁকার পর নাকি তারা মারা গেছেন।
পেছনের ঘটনা কী- এই প্রশ্নের উত্তর খুঁজতে কলকাতার পরিচালক রাজা চন্দ তৈরি করেছেন ওয়েব সিরিজ ‘পিকাসো’, যার ফার্স্ট লুক এসেছে মঙ্গলবার।
সিরিজে রহস্যময় শিল্পীটি হলেন টোটা রায়চৌধুরী। তার সঙ্গে আছেন অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, সৃজলা গুহ, রোজ়া পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী এবং কাব্যা ভৌমিক।
পরিচালকের বিশ্বাস নতুন ধরনের এই থ্রিলার গল্পটা ভালো লাগবে দর্শকদের।
অন্যদিকে রাজা চন্দর সঙ্গে এবারই প্রথম কাজ করলেন অভিনেতা টোটা। অভিজ্ঞতাটাও হলো দারুণ।
“চিত্রশিল্পীর চরিত্র আগেও করেছি। কিন্তু এই চরিত্রে অনেকগুলো স্তর লুকিয়ে রয়েছে। আমি চাই চরিত্রটাকে দর্শকরা সিরিজ় দেখতে দেখতে আবিষ্কার করুন।”
সম্প্রতি ‘নিখোঁজ’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন টোটা।
‘পিকাসো’র চিত্রনাট্য করেছেন অর্ণব ভৌমিক। সঙ্গীত পরিচালনায় অভিষেক এবং রাজপুত্র।