নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নতুন চলচ্চিত্র আনছেন চিত্রনায়ক শাকিব খান। ‘প্রিয়তমা’ নামে সিনেমায় অভিনয়ও করছেন তিনি। তবে তার নায়িকা এখনও চূড়ান্ত হয়নি।
Published : 08 Nov 2017, 06:57 PM
ছবির গল্প লিখেছেন প্রয়াত চিত্রনাট্যকার ফারুক হোসেন। নির্মাণ করছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। তিনি বললেন,“নায়িকা আমরা খুঁজছি। শাকিব ভাই এখন সিনেমার শুটিংয়ে দেশের বাইরে আছেন। উনি ফিরলে আমরা নায়িকা চূড়ান্ত করব।”
শাকিবের সর্বশেষ চলচ্চিত্রের তালিকাটা দেখলে বুবলির নামই আগে উঠে আসতে পারে। বুবলি নাকি অন্য কেউ জুটি বাঁধছেন শাকিবের সঙ্গে? বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না নির্মাতা।
তিনি ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, “এসকে ফিল্মসের ব্যানারে সিনেমা করতে পারা একজন নির্মাতার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। ধন্যবাদ শাকিব খান আমার উপর আস্থা রাখার জন্য।”
তরুণ এ নির্মাতার প্রথম চলচ্চিত্র ‘সুলতানা বিবিয়ানা’ দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। ছবিতে অভিনয় করেছিলেন আঁচল-বাপ্পী জুটি।