২০১৬: বক্সঅফিসে সাড়া জাগানো সিনেমানামা
তানজিল আহমেদ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2016 08:10 PM BdST Updated: 29 Dec 2016 05:50 PM BdST
বাণিজ্যিক ও বিকল্পধারা উভয় ঘরানার সিনেমাগুলোর মধ্যে বেশ কিছু সিনেমা ২০১৬ সালের বক্সঅফিসে কমবেশি আলোচনা সমালোচনা নিয়ে ঠাঁই করে নিয়েছে। যার মধ্যে কিছু সিনেমা ‘মনপুরা’ মুক্তির পরে সাত বছর শেষে আবারো মধ্যবিত্ত রুচিশীল দর্শকদের যেমনি করেছে হলমুখী। অন্যদিকে ব্যবসায়িকভাবে লাভের অংকটা মনমতো না হলেও সমালোচক ও বিশ্ব সিনেমার দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। শিক্ষিত ও সিনেমা বোদ্ধাদের হৃদয়ে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
বছরের শুরুতেই ব্যতিক্রমী গল্প ও নির্মাণশৈলীর জন্য ২০১৫ সাল থেকেই বিভিন্ন উৎসবে আলোচিত সিনেমা ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর নাম উঠে আসে বক্সঅফিসে। সৈয়দা রুবায়েত হোসেনের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন শাহানা গোস্বামী, মিতা চৌধুরী ও শাহাদাত হোসেন। বক্সঅফিসে প্রত্যাশা অনুযায়ী ব্যবসায়িক মুনাফা ঘরে তুলতে না পারলেও পুরো বছর জুড়ে বিশ্বের বিভিন্ন উৎসবে অংশগ্রহনের মাধ্যমে সবসময়ই নিজেকে স্পটলাইটে রাখতে সক্ষম হয়েছে সিনেমাটি।



এইমাসেই মুক্তি পায় কিস্তিমাত’খ্যাত নির্মাতা আশিকুর রহমানের দ্বিতীয় সিনেমা ‘মুসাফির’। সিনেমাতে আরিফিন শুভের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নবাগত নায়িকা মারজান জেনিফা। সিনেমার গল্পে হলিউডি গল্পের প্রভাব ও অ্যাকশন দৃশ্যে নতুনত্বের কারনে সকল শ্রেণির দর্শকের হৃদয়ে বেশ ঝড় তুলতে সক্ষম হয় ‘মুসাফির’। বক্সঅফিসেও নিজের ভালো অবস্থান তৈরি করেছিলো ‘মুসাফির’।


‘রক্ত’ সিনেমায় পরীমণির বিপরীতে জুটি বেঁধে ছিলেন নবাগত রোশান। ঢাকাই সিনেমাপ্রেমীদের কাছে উভয় নবাগত যেমন ইতিবাচক সাড়া পেয়েছিলেন ঠিক তেমনি দুটো সিনেমাই তাদের গল্পের ধরন, উপস্থাপনার জন্য প্রশংসিত হয়েছেন। এছাড়া বক্সঅফিসেও তাদের ব্যবসায়িক অংকও ভালো ছিলো।



সর্বাধিক পঠিত
- ব্যাটে-বলে সাকিবের দুই রূপ, কলকাতার অবিশ্বাস্য হার
- মামুনুলের মাদ্রাসা থেকে গ্রেপ্তার হেফাজত নেতা ইলিয়াস: র্যাব
- বায়ার্নের বিপক্ষে হেরেও সেমিতে পিএসজি
- লকডাউনে ব্যাংক ও পুঁজিবাজার খোলা
- ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে চেলসি
- কলকাতার হয়ে ৫০ ম্যাচ, সাকিবের জন্য বিশেষ ক্যাপ
- লকডাউনে চলাচলে ‘মুভমেন্ট পাস’ চালু
- আঙুল ভেঙে আইপিএল শেষ স্টোকসের
- করোনাভাইরাস: দেশে এক দিনে ৯৬ মৃত্যু
- ‘সর্বাত্মক লকডাউনের’ প্রথম দিনে ঢাকায় কড়াকড়ি