'জামাল জামালু' শিরোনামের একটি জনপ্রিয় ইরানি লোকসংগীত থেকে ‘জামাল কুদু’ গানটি তৈরি করা হয়েছে।
Published : 12 Dec 2023, 01:46 PM
রাণবীর কাপুরের ‘অ্যানিমাল’ সিমেমায় পানপাত্র মাথায় নিয়ে ‘জামাল কুদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে দারুণ জনপ্রিয় হয়েছেন খল অভিনেতা ববি দেওল।
এই গানের উৎপত্তি এবং ববির নাচের স্টাইলের পেছনের কথা লিখেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
গত ১ ডিসেম্বর মুক্তি পায় নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যাকশন ঘরানার সিনেমা ‘অ্যানিমাল’।
নায়ক রাণবীর কাপুর এই সিনেমায় নিজেকে ‘উজাড়’ করে দিলেও, অভিনেতা হিসেবে নিজেকে যদি কেউ এখানে পুরোপুরি মেলে ধরে থাকেন,তাহলে তিনি ধর্মেন্দ্রপুত্র ববি দেওল।
তিন ঘণ্টা ৩৫ মিনিটের এ সিনেমায় ববিকে দেখা গেছে ২০ মিনিট, সংলাপ নেই বললেই চলে। কিন্তু তাতেই ববি ‘কামাল’ করেছেন বলে মনে করছেন সিনে বিশ্লেষকরা।
সিনেমা মুক্তির পর থেকে এর গান ‘জামাল কুদু’ হয়েছে ভাইরাল। সোশাল মিডিয়ায় এই গানের শেয়ার, কমেন্ট এসেছে চোখে পড়ার মত।
হিন্দুস্তান টাইমস বলছে, 'জামাল জামালু' শিরোনামের একটি জনপ্রিয় ইরানি লোকসংগীত থেকে ‘জামাল কুদু’ গানটি তৈরি করা হয়েছে। পঞ্চাশের দশকের ইরানি গানটি দেশটির বিভিন্ন অঞ্চলে দশকের পর দশক ধরে ‘বিয়ের গান’ হিসেবে প্রচলিত আছে। ইরানী কবি বিজান ইসমান্দারের লেখা কবিতা থেকে এই গানটির লিরিক তৈরি করা হয়।
গানের লিরিকে হৃদয় ভেঙে না দিতে প্রেমিকার প্রতি আকুতি জানানো হয়েছে। বলা হয়েছে, প্রেমিকা দূরে চলে যাচ্ছে বলে প্রেমিকের অবস্থা পাগল প্রায়।
গানের সুরকার হর্ষবর্ধন রামেশ্বর ও পরিচারক ভাঙ্গার পরিকল্পনা ছিল, গানটিকে সিনেমার অন্যতম ‘আকর্ষণ’ হিসেবে তৈরি করা হবে।
গানের শুটিংয়ের সময়ের অভিজ্ঞতা বর্ণনা করে ববি বলেন, “ভাঙ্গা গানটি শুনিয়ে আমাকে বলেছিলেন, আমি যেন ভিন্ন কিছু করি, যা দেখে শিখিয়ে দেওয়া অভিনয় মনে না হয়। তবে আমাকে আমার সহশিল্পী সৌরভ নাচের কিছু স্টেপ দেখিয়ে দেন।
“তারপর মাথায় এল ছোটবেলায় যখন পরিবারের সঙ্গে পঞ্জাবে যেতাম, তখন মদ্যপ অবস্থায় এভাবেই মাথায় গ্লাস নিয়ে নাচতাম। যদিও আমি জানিনা কেন আমরা এরকম করতাম। তবে নাচের সেই ভঙ্গি পরিচালককে করে দেখাতে সেটা ওর মনে ধরে গেল।”