‘আমি রাজকুমার সিনেমার নায়িকা কোর্টনি কোফি’– এই বাক্যটি বললেন বাংলায়; বাকিটা ইংরেজিতে। ভিডিও বার্তায় হাজির হয়ে অনেক কথাই বললেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার নায়িকা। তার কথার অনেকটা অংশ জুড়ে থাকল শাকিবকে নিয়ে মুগ্ধতা আর শুটিংয় নিয়ে ভালো ভালো অভিজ্ঞতার কথা। বাংলাদেশে শাকিবের জনপ্রিয়তার সঙ্গে হলিউডের টম ক্রুজকে নিয়ে উন্মাদনার মিল পাচ্ছেন কোফি। তার ভাষ্য, এমন একজন নায়কের সঙ্গে কাজের সুযোগ পাওয়া তার ক্যারিয়ারের অনন্য ঘটনা। বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করে কোফি বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মত বড় বড় স্থাপনা না থাকলেও এমন বড় হৃদয়ের মানুষও অন্য কোথাও নেই। ফুচকা, রসগোল্লা, মাছ এবং পোশাকের মধ্যে পাঞ্জাবি কোফির দারুণ লেগেছে। ঢাকা নিউ মার্কেট থেকে আট জোড়া জুতো ও শীতের চাদর কিনেও খুশি এই অভিনেত্রী।
Published : 24 Dec 2023, 12:54 PM