শিল্পকলায় বিনা টিকেটে দেখা যাবে ৩ সিনেমা

প্রদর্শনীর তিনটি সিনেমা হল-‘মুজিব: একটি জাতির রূপকার’, 'সুড়ঙ্গ' এবং 'বীরকন্যা প্রীতিলতা’

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2024, 04:09 PM
Updated : 4 Jan 2024, 04:09 PM

ঢাকায় 'গণজাগরণের চলচ্চিত্র' উৎসবে বিনা টিকেটে দেখানো হবে দেশের তিনটি সিনেমা।

ঢাকার সেগুন বাগিচায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শিল্পকলা একাডেমি আয়োজিত উৎসবে এই প্রদর্শনী হবে শুক্রবার।

প্রদর্শনীর তিনটি সিনেমা হল-‘মুজিব: একটি জাতির রূপকার’, 'সুড়ঙ্গ' এবং 'বীরকন্যা প্রীতিলতা’

সকাল ১০টায় দেখানো হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় গত ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় সিনেমাটি। আর ভারতে মুক্তি পায় ২৭ অক্টোবর।

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

বিকেল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে প্রদীপ ঘোষ পরিচালিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’।

ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের উপর নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পায় গেল বছরের ৩ ফেব্রুয়ারি।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা এবং বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক। মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তাপু। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

এদিন সন্ধ্যা সোয়া ৫টায় রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’ দেখানো হবে। গেল বছর কোরবানির ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সুড়ঙ্গ’।

নির্মাতা রাফীর মতে, ‘সুড়ঙ্গ’ প্রেম, রোমাঞ্চ, গান, কমেডি, অ্যাকশন, সব মিলিয়ে পুরোদস্তুর বাণিজ্যিক এ সিনেমা। নিশো অভিনীত প্রথম সিনেমায় তমা মির্জা ছাড়াও একটি আইটেম গানে নেচে ‘ঝড়’ তুলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।