এক হলমালিকের দাবি, সিনেমায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সালমান বাঁচাতে গিয়েছিলেন, দর্শকরা এটা ভালোভাবে নেয়নি।
Published : 18 Nov 2023, 08:41 AM
সালমান খানের ‘টাইগার ৩’ নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি বক্স অফিসে ঝড়ও তুলেছিল। কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনে টিকেট বিক্রি হতাশ করেছে ভারতের হল মালিকদের।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি থিয়েটারের মালিক ও মারাঠা মন্দির সিনেমার কর্মকর্তা মনোজ দেসাই ‘টাইগার ৩’ নিয়ে খূবই আশাবাদী ছিলেন। তিনি ধরেই নিয়েছিলেন, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন এই সিনেমা ভালো ব্যবসা করবে।
কিন্তু তার সেই আশা যে পূরণ হচ্ছে না, সে কথা এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন মনোজ দেসাই।
তিনি বলেন, “সিনেমাটা ভালো না চলায় আমার মন খুব খারাপ। রোববার প্রেক্ষাগৃহ পূর্ণ থাকলেও পরে দর্শক সংখ্যা কমতে শুরু করে। আমি কিছুই বুঝতে পারছি না, কী ঘটেছে আসলে!”
টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি কেন ব্যর্থ হল, তার একটি ব্যাখ্যাও খুঁজে পেয়েছেন এই হল মালিক।
মনোজ দেসাই বলেন, “সিনেমার গল্পটা যিনি লিখেছেন, ঠিক কাজ করেননি। আমি সিনেমার একটি ফ্রেমও দেখিনি, তবে শুনেছি, সিনেমায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচাতে যান সালমান। এই ধরনের বিষয় আমাদের ভারতে কাজ করে না।
“আমরা দুটি দেশ পরস্পরের কট্টর প্রতিপক্ষ। যখন পাকিস্তানি দল বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল, তখন এখানকার মানুষ পটকা ফাটিয়েছিল, ভোর ৪টা পর্যন্ত নেচেছিল, এটাই আমাদের মানসিকতা। ওই দেশের মানুষও এমনটাই করেন।”
মনোজ দেসাই বলেন, “সীমান্তের কাছে আমাদের মেজর-কর্নেল, আমাদের সেনাদের রোজ মরতে হয়, কাশ্মীরে আমাদের সৈন্যরা প্রতিদিন মরতে থাকেন... এসব আমাদের দুঃখ দেয়। তাই এই সিনেমা দর্শককে সেভাবে টানেনি।”
ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকের দাবি, একেবারে সঠিক কথাই বলেছেন মনোজ।
দীপাবলিতে মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ এখনও পর্যন্ত ব্যবসা করেছে ১৪৮ কোটি রুপির কিছু বেশি।
মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’র প্রধান দুই চরিত্রে ভারতীয় গুপ্তচর অবিনাশ সিং রাঠোর এবং পাকিস্তানি গুপ্তচর জোয়ার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
আদিত্য চোপড়া প্রযোজিত স্পাই ইউনিভার্সের নতুন এ সিনেমায় ক্যামিও চরিত্রে শাহরুখ খান ও হৃতিক রোশনও আছেন। এ সিনেমায় জোরালো প্রতিপক্ষ ইমরান হাশমির মুখোমুখি হয়েছেন ভাইজান।
সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে এর সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এবার এসেছে তৃতীয় কিস্তি।
পুরনো খবর
পাঠানকে টেক্কা টাইগারের; কীভাবে?
সালমানের ‘টাইগার থ্রি’ চলবে ২৪ ঘণ্টা
জানা গেল ‘টাইগার ৩’ মুক্তির দিনক্ষণ
‘আনকাট’ সেন্সর ছাড়পত্র পেল ‘টাইগার ৩’
টাইগার ৩: শাহরুখের সঙ্গে হৃতিকও থাকছেন!
পাঠানকে টেক্কা টাইগারের; কীভাবে?
স্ত্রী ও তার সাবেক প্রেমিকের ‘টাইগার থ্রি’ দারুণ লেগেছে ভিকির